আইএসএলের শুরুটা ভাল হওয়ায় খুশি, এ বার হাবাসের লক্ষ্য ডার্বি
আইএসএলের অভিষেক ম্যাচে ছেলেদের পারফরম্যান্স নিয়ে খুশি এটিকে মোহনবাগানের কোচ আন্তোনিও লোপেজ হাবাস।
TV9 বাংলা ডিজিটাল : শুক্রবার বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে আইএসএলের (ISL) অভিষেক ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসির (Kerala Blasters FC) বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল এটিকে মোহনাবাগান (ATK Mohun Bagan)। ম্যাচের প্রথমদিকে দলের খেলা ভাল না লাগলেও, সব মিলিয়ে তাঁর দলের ছেলেদের পারফরম্যান্স নিয়ে খুশি এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ আন্তনিও লোপেজ হাবাস(Antonio Lopez Habas)।
Just a solitary goal separated @KeralaBlasters and @atkmohunbaganfc in the #HeroISL 2020-21 season opener!
Check out @RoyKrishna21‘s strike in #KBFCATKMB ?️
? Full highlights ? https://t.co/408jxbLtEK#LetsFootball pic.twitter.com/1R4rKBEYxq
— Indian Super League (@IndSuperLeague) November 21, 2020
ম্যাচের পরে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে হাবাস বলেন, “খেলা থেকে লম্বা সময় দূরে থাকার পরে টুর্নামেন্টের শুরুটা ভাল করা খুব কঠিন। তবে এটা ফুটবল। প্রথম ম্যাচে ৩ পয়েন্ট আসাতেই সন্তুষ্ট আমি। এখন আমাদের এস সি ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলা নিয়ে ভাবতে হবে এবং আগামী কয়েকদিন ইস্টবেঙ্গল ম্যাচেরই প্রস্তুতি নেব আমরা”।
ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রণয় হালদারকে তুলে মনভীর সিংকে নামান হাবাস। পরিবর্তনের কারণ হিসাবে স্প্যানিশ কোচ বলেন, “মাঝমাঠে আমাদের শক্তি কমে গিয়েছিল। পরিবর্তনের পর আমরা উন্নতি করেছি”।
?️ “After the substitution, we improved.”
Read what Antonio Lopez Habas had to say after @atkmohunbaganfc beat @KeralaBlasters 1-0 in the #HeroISL 2020-21 season opener.#KBFCATKMB #LetsFootball https://t.co/voA5kST7Ok
— Indian Super League (@IndSuperLeague) November 20, 2020
তাই এটিকে মোহনবাগান কোচ, আক্রমণে ধার বাড়িয়ে বিপক্ষের ওপর বেশি চাপ সৃষ্টি করার পরিকল্পনা নেন। তিনি আরও যোগ করেন, “কেরালা ভাল খেলেছে, তবে আমি আজ ৩ পয়েন্ট নিয়ে খুব খুশি”।
প্রথম ম্যাচে জয়ে খুশি দিলেও, মাইকেল সুসাইরাজের চোট কিন্তু চিন্তায় ফেলে দিল এটিকে মোহনাবাগানকে। যদিও সুসাইরাজের চোট ঠিক কতটা গুরুতর তা জানা যায়নি। হাবাস বলেন, “আমরা সুসাইরাজকে দ্রুত ফিট করে তোলার চেষ্টা করব”।
অন্যদিকে, কেরালা ব্লাস্টার্সের কোচ কিবু ভিকুনা প্রথম ম্যাচে হারলেও দলের পারফরম্যান্সে কিন্তু খুশি। কিবু বলেন, “পরিকল্পনা অনুযায়ীই খেলেছে ছেলেরা। তবে দুর্ভাগ্যবশত, একটা গোল খেয়ে হেরে যাই । আমরাও একাধিক গোলের সুযোগ পেয়েছিলাম। তবে কাজে লাগাতে পারিনি”।
Presenting the ?️ for #NEUMCFC
? Tilak Maidan Stadium#HeroISL #LetsFootball pic.twitter.com/7R9jv2Be4s
— Indian Super League (@IndSuperLeague) November 21, 2020
আইএসএলে বহু প্রতীক্ষিত ডার্বির অপেক্ষা শেষ হবে ২৭ নভেম্বর। তিলক ময়দানে প্রথম আইএসএল ডার্বিতে মোহনবাগানের মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল।