Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL Season 10: ‘শুরুতেই গোল পেলে…’, সন্তুষ্টির মাঝে কার্লেসের আক্ষেপ

East Bengal FC vs Jamshedpur FC, Carles Quadrat: কোচ যাই বলুন, ফুটবলাররা এই পারফরম্যান্সে খুশি নন, স্পষ্ট করে দেন স্প্যানিশ তারকা বোরহা হেরেরা। কোচের পাশে বসেই বলেন, ‘জিততেই নেমেছিলাম। এই ফলে খুশি নই। তবে প্রতিপক্ষর চেয়ে ভালো খেলেছি। প্রচুর সুযোগও তৈরি করেছি। ফুটবলে এমন হয়। সব ম্যাচ জেতা যায় না। ভালো খেলে যেতে হবে এবং আরও উন্নতি প্রয়োজন।’ ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচও ঘরের মাঠেই। শনিবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নামছে লাল-হলুদ।

ISL Season 10: 'শুরুতেই গোল পেলে...', সন্তুষ্টির মাঝে কার্লেসের আক্ষেপ
Image Credit source: ISL
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2023 | 2:10 AM

কলকাতা: মরসুমের শুরু অনেক আগেই হয়েছে। তবে ইস্টবেঙ্গলের কাছে শুরুই বলা যায়। পুরো দলটাই যেন নতুন। কোচ হোক বা ফুটবলার। বোঝাপড়া তৈরি হতে যে আরও অনেকটা সময় লাগবে, আইএসএলে তাদের প্রথম খেলাতেই পরিষ্কার। ডুরান্ড কাপে রানার্স হলেও আইএসএলের মানের সঙ্গে মানিয়ে নিতে এখনও প্রস্তুত নয় ইস্টবেঙ্গল। জামশেদপুর এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ে এ বারের আইএসএলে যাত্রা শুরু ইস্টবেঙ্গলের। মরসুমের শুরুতে, সময়ের কথা বলেছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। হয়তো সে কারণেই, পুরো না পেলেও বিরক্ত নন। তবে আক্ষেপ কি নেই? কী জানালেন ম্যাচের পর! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইএসএল চ্যাম্পিয়ন দলের কোচ কার্লেস। সেখানেও সময় লেগেছিল দল গুছিয়ে নিতে। ইস্টবেঙ্গলেও হয়তো সেটাই চাইছেন। কিন্তু কতটা সময় প্রয়োজন? সমর্থকরা কি এতটা ধৈর্য দেখাতে পারবেন? জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ম্যাচের পর ইস্টবেঙ্গল কোচ কার্লেস সাংবাদিকদের বলেন, ‘আমরা সবে মরশুম শুরু করছি এবং ক্রমশ উন্নতি হবে। দলের খেলায় আমি সন্তুষ্ট। বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেছি। শুরুতে গোল পেয়ে গেলে ছবিটা বদলে যেতে পারত। প্রতিপক্ষ গোল শোধ করতে মরিয়া চেষ্টা করত। খেলা আরও ওপেন হয়ে যেত এবং আমরাও আক্রমণ বাড়াতে পারতাম।’

ঘরের মাঠে ম্যাচ। হোম গ্রাউন্ডকে দুর্গ বানাতে চেয়েছিলেন কার্লোস। প্রথম ম্যাচে তিন পয়েন্ট না এলেও স্প্যানিশ কোচ বলেন, ‘ভালো খেলেছি। প্রতিপক্ষও জেতার তাগিদ নিয়েই নেমেছিল। এটাও বুঝতে হবে। আমি খুশি। তবে রক্ষণে আরও উন্নতি দরকার। জর্ডন এলসেরা এই দলে নেই। ডুরান্ড কাপে রক্ষণে যারা খেলেছিল, সেই লাইন আপ এই ম্যাচে নামাতে পারিনি। সব মিলিয়ে দেখলে, ক্লিন শিট রাখতে পারাটা খুবই ভালো। সব সময় তিন পয়েন্ট পাওয়া সম্ভব হয় না।’

কোচ যাই বলুন, ফুটবলাররা এই পারফরম্যান্সে খুশি নন, স্পষ্ট করে দেন স্প্যানিশ তারকা বোরহা হেরেরা। কোচের পাশে বসেই বলেন, ‘জিততেই নেমেছিলাম। এই ফলে খুশি নই। তবে প্রতিপক্ষর চেয়ে ভালো খেলেছি। প্রচুর সুযোগও তৈরি করেছি। ফুটবলে এমন হয়। সব ম্যাচ জেতা যায় না। ভালো খেলে যেতে হবে এবং আরও উন্নতি প্রয়োজন।’ ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচও ঘরের মাঠেই। শনিবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নামছে লাল-হলুদ।