ISL 2023, East Bengal: সবচেয়ে বড় জয়েও চোট অস্বস্তি ইস্টবেঙ্গলে
ISL, East Bengal vs North East United FC match: নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধেই চোট পান হরমনজ্যোৎ খাবরা। চোট যে কতটা গুরুতর, ডাগআউটে তাঁকে দেখেই আন্দাজ করা যায়। পায়ে ব্যান্ডেজ। ক্রাচ নিয়ে হাঁটছিলেন খাবরা। ম্যাচের বেশির ভাগ সময় বেঞ্চে বসেই কাটাতে হল। দলের দুর্দান্ত জয় দেখলেন। এ মরসুমেই ইস্টবেঙ্গলে প্রত্যাবর্তন করেছেন হরমজ্যোৎ খাবরা। তাঁর মতো কার্যকরী ফুটবলার খুব কমই দেখা যায়।

কলকাতা: দীর্ঘদিন পর জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল। তাও আবার আইএসএলের ইতিহাসে ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় জয়। মাঠে যেমন উৎসবের মেজাজ, গ্যালারিতে আরও অনেক অনেক বেশি। ইস্টবেঙ্গল ধ্বনি থেকে কোচ কার্লেস কুয়াদ্রাতের নামেও স্লোগান উঠল। ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৫-০! জোড়া গোল ক্যাপ্টেন ক্লেটন সিলভার। পরিবর্ত হিসেবে নেমে জোড়া গোল নন্দ কুমারের। আইএসএলে ইস্টবেঙ্গলে তাঁর গোলের অভিষেক। তবে ৫-০’র শুরুটা হয়েছিল বোরহার সৌজন্যে। এমন উচ্ছ্বাসের পরিস্থিতিতেও অস্বস্তি ইস্টবেঙ্গল শিবের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধেই চোট পান হরমনজ্যোৎ খাবরা। চোট যে কতটা গুরুতর, ডাগআউটে তাঁকে দেখেই আন্দাজ করা যায়। পায়ে ব্যান্ডেজ। ক্রাচ নিয়ে হাঁটছিলেন খাবরা। ম্যাচের বেশির ভাগ সময় বেঞ্চে বসেই কাটাতে হল। দলের দুর্দান্ত জয় দেখলেন। এ মরসুমেই ইস্টবেঙ্গলে প্রত্যাবর্তন করেছেন হরমজ্যোৎ খাবরা। তাঁর মতো কার্যকরী ফুটবলার খুব কমই দেখা যায়। যে কোনও পজিশনেই কার্যকর ভূমিকা নিতে পারেন খাবরা।
অস্বস্তির এখানেই শেষ নয়। চোট পান ইস্টবেঙ্গলের প্রথম গোলের নায়ক বোরহাও। বল দখলের লড়াইয়ে মাথায় চোট লাগে তাঁর। কনকাশনও পরীক্ষা করা হয়। কিছুক্ষণ পরই তুলে নেওয়া হয় বোরহাকে। তাঁর পরিবর্তে নামানো হয় পারদোকে। ঝুঁকি এড়াতে দ্রুতই চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয় বোরহাকে। যদিও ইস্টবেঙ্গল টিম সূত্রে খবর, বোরহার চোট ততটা গুরুতর নয়। ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ ৯ ডিসেম্বর পঞ্জাব এফসির বিরুদ্ধে। বোরহাকে হয়তো পাওয়া যাবে। খাবরার পরিস্থিতি অবশ্য চিন্তায় রাখছে লাল-হলুদ শিবিরকে।





