UEFA Nations League: ইতালির দৌড় থামাল স্পেন

ইতালির কোচ রবার্তো মানচিনি (Roberto Mancini) বলেন, 'এই দিনটা আসতই। ভালো হয়েছে, ইউরো ফাইনালে এমন হারের মুখোমুখি হইনি। তবে এই হার থেকেই আমরা ঘুরে দাঁড়াব। এই হার আমাদের শক্তি জোগাবে।'

UEFA Nations League: ইতালির দৌড় থামাল স্পেন
নতুন রেকর্ড গড়ে থামল ইতালির দৌড়। সৌ:টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2021 | 5:49 PM

সান সিরো: অবশেষে দৌড় থামল ইতালির (Italy)। ৩৭ ম্যাচ অপরাজিত থাকার পর হারের মুখ দেখল আজুরিরা। নেশনস লিগে ইতালির দৌড় থামিয়ে দিল স্পেন (Spain)। ২-১ গোলে ইউরো চ্যাম্পিয়নদের হারিয়ে দিল স্প্যানিশ আর্মাডা। একই সঙ্গে ইউরো সেমিফাইনালে হারের বদলাও নিল স্পেন।

ইতালিকে একাই থামিয়ে দিলেন ফেরান তোরেস (Ferran Torres)। খেলার প্রথমার্ধেই জোড়া গোল করেন তিনি। খেলার ১৭ মিনিটে ফেরান তোরেসের গোলে প্রথমে এগিয়ে যায় স্পেন। ৪২ মিনিটে লাল কার্ড দেখেন ইতালির ডিফেন্ডার বোনুচ্চি। ১০ জনের ইতালির বিরুদ্ধে এরপরই আক্রমণের ধার বাড়ায় স্পেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে আরেকটি গোল করে ব্যবধান ২-০ করেন তোরেস।

দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের লক্ষ্যে শুরু থেকেই ঝাঁপায় ইতালি। কিন্তু ইউরো চ্যাম্পিয়নরা কাজের কাজ করতে পারেনি। ম্যাচের ৮৩ মিনিটে লোরেঞ্জো পেলেগ্রিনির গোলে ব্যবধান কমায় ইতালি। ম্যাচ শেষে ফেরান তোরেস বলেন, ‘আমরা খুব ভালো ফুটবল খেলেছি। আমাদের দল তারুণ্যে ভরা। ইতালিতে ইতালিকে হারানো অনেক বড় ব্যাপার। এখন আমাদের ভাবনায় ভাইনাল।’

ইতালির কোচ রবার্তো মানচিনি (Roberto Mancini) বলেন, ‘এই দিনটা আসতই। ভালো হয়েছে, ইউরো ফাইনালে এমন হারের মুখোমুখি হইনি। তবে এই হার থেকেই আমরা ঘুরে দাঁড়াব। এই হার আমাদের শক্তি জোগাবে।’ আজ রাতে বেলজিয়াম-ফ্রান্স সেমিফাইনালে যে দল জিতবে তাদের বিরুদ্ধে ফাইনাল খেলবে স্পেন।

আরও পড়ুন: প্রভাবশালী ফুটবলারের তালিকায় পেলে, মারাদোনা, মেসি, রোনাল্ডোরা