Super Cup: ইস্টবেঙ্গলে আজ অলিখিত স্লোগান, ‘গোল খাব না’

Kalinga Super Cup, East Bengal vs Sreenidi Deccan FC: গ্রুপ এ-তে রয়েছে ইস্টবেঙ্গল। একই গ্রুপে রয়েছে মোহনবাগান, শ্রীনিধি ডেকান, হায়দরাবাদ। ইস্টবেঙ্গল ও মোহনবাগান প্রথম ম্যাচ জিতেছে। গ্রুপ থেকে একটাই দল সেমিফাইনালে যাবে। প্রত্যাশা করা হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যেই কোনও একটা দল যাবে। বলা যেতে পারে ১৯ জানুয়ারি ইস্টবেঙ্গল-মোহনবাগান বড় ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল।

Super Cup: ইস্টবেঙ্গলে আজ অলিখিত স্লোগান, গোল খাব না
Image Credit source: X

Jan 14, 2024 | 9:00 AM

জয় দিয়ে সুপার কাপ অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে হায়দরাবাদ এফসিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইস্টবেঙ্গল। এই জয়েও আতঙ্ক ছিল। গোল করে এগিয়ে যাওয়ার পরই গোল খাওয়া। শেষ মুহূর্ত অবধি চাপে থেকেছে ইস্টবেঙ্গল। শেষ বাঁশি বাজতেই যেন স্বস্তি ফিরেছে। হায়দরাবাদ এফসিও আইএসএলের টিম। যদিও বিদেশি ছাড়াই টিম নামিয়েছিল তারা। আর ভারতীয় প্লেয়ারদের নিয়েও মরিয়া লড়াই। ক্লেটন সিলভার জোড়া গোল এবং শেষ দিকে সাউল ক্রেসপোর গোলে জয়। কলিঙ্গ সুপার কাপে আজ ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ আই লিগের ক্লাব শ্রীনিধি ডেকান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গ্রুপ এ-তে রয়েছে ইস্টবেঙ্গল। একই গ্রুপে রয়েছে মোহনবাগান, শ্রীনিধি ডেকান, হায়দরাবাদ। ইস্টবেঙ্গল ও মোহনবাগান প্রথম ম্যাচ জিতেছে। গ্রুপ থেকে একটাই দল সেমিফাইনালে যাবে। প্রত্যাশা করা হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যেই কোনও একটা দল যাবে। বলা যেতে পারে ১৯ জানুয়ারি ইস্টবেঙ্গল-মোহনবাগান বড় ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল। তার আগে দু-দলেরই লক্ষ্য একশো শতাংশ জয়ের রেকর্ড ধরে রাখা। শেষ দিকে কাজে আসতে পারে গোলপার্থক্য। আর সে কারণেই ইস্টবেঙ্গলের লক্ষ্য ক্লিনশিট।

গত ম্যাচে তিন গোল দিলেও দু গোল খেয়েছে ইস্টবেঙ্গল। ফলে জিতেও যে বিশাল লাভ হয়েছে, তা নয়। ইস্টবেঙ্গলের একটাই ইতিবাচক দিক, শেষ সাত ম্যাচে অপরাজিত রয়েছে তারা। এর মধ্যে বেশ কিছু ম্যাচে এগিয়ে গিয়েও হেরেছে কিংবা ড্র করেছে। গোল খাওয়ার এই রোগ সারিয়ে উঠতে পারছেন না কার্লেস কুয়াদ্রাত। শ্রীনিধি ডেকান ম্যাচের আগে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ বলছেন, ‘আমাদের জন্য একটা কঠিন ম্যাচ অপেক্ষা করছে। ওদের দলটা খুবই ভালো। আই লিগের অন্যতম শক্তিশালী দল। মোহনবাগানের কাজ কঠিন করেছিল। চেষ্টা করব, নিজেদের যে পরিকল্পনা রয়েছে সেই অনুযায়ী পারফর্ম করার। টানা দ্বিতীয় ম্যাচ জিততে চাই।’

ইস্টবেঙ্গল বনাম শ্রীনিধি ডেকান এফসি, সন্ধে ৭.৩০টা, স্পোর্টস ১৮ ও জিও সিনেমায় সম্প্রচার