Super Cup: জয়ের ধারা বজায় রাখার চ্যালেঞ্জ মোহনবাগানের

Jan 14, 2024 | 8:00 AM

Kalinga Super Cup, Mohun Bagan vs Hyderabad FC: টানা তিন ম্যাচ হারের পর মানসিক ভাবে প্লেয়ারদের ওপর একটা চাপ থাকেই। একটা জয়ে সাময়িক চাপ কাটতে পারে। প্রশ্নও থাকে। দেশের এক নম্বর লিগ আইএসএল। আই লিগ এখন দ্বিতীয় সারির টুর্নামেন্ট। সেখানে তিনে থাকা শ্রীনিধির বিরুদ্ধে জিততেও ঘাম ঝড়াতে হলে উন্নতির যে প্রয়োজন রয়েছে বলাই যায়। শ্রীনিধির বেশ কিছু দূরপাল্লার চকিত শট বাড়তি চাপে ফেলেছিল মোহনবাগানকে। আজকের প্রতিপক্ষ আইএসএলেরই টিম।

Super Cup: জয়ের ধারা বজায় রাখার চ্যালেঞ্জ মোহনবাগানের
Image Credit source: X

Follow Us

বছরের শুরুতে অঘটন থেকে রক্ষা পেয়েছে মোহনবাগান। জয় দিয়েই সুপার কাপ অভিযান শুরু করেছে সবুজ মেরুন। মাঠের বাইরের ঘটনায় কিছুটা হলেও অস্বস্তিতে ছিল মোহনবাগান। ইন্ডিয়ান সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এ বার প্রথম ছয় ম্যাচে অপরাজিত ছিল। বছর শেষ হয়েছিল হারের হ্যাটট্রিকে। কোচ হুয়ান ফেরান্দোকে সরিয়ে দেওয়া হয়েছে। এএফসি কাপের ব্যর্থতা এবং আইএসএলে হারের হ্যাটট্রিক, দুই মিলিয়েই কোপ পড়েছে ফেরান্দোর ওপর। পরিবর্তে দায়িত্ব নিতে চলেছেন আন্তোনিও লোপেজ হাবাস। তবে সুপার কাপে প্রথম ম্যাচে দায়িত্বে সামলান সহকারী ক্লিফোর্ড মিরান্ডাই। শেষ অবধি জিতেই মাঠ ছেড়েছে মোহনবাগান। কলিঙ্গ সুপার কাপে আজ প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কলিঙ্গ সুপার কাপের প্রথম ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ ছিল আই লিগের ক্লাব শ্রীনিধি ডেকান। হারের হ্যাটট্রিক থেকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল সবুজ মেরুনের। যদিও পেনাল্টি গোলে শ্রীনিধি এগিয়ে যাওয়ায় চাপ বাড়ে মোহনবাগানের। অঘটনের আতঙ্ক দ্রুতই কাটে। বিশ্বকাপার জেসন কামিংস সমতা ফেরান। মোহনবাগানের জয়সূচক গোলটি করেন আর্মান্দো সাদিকু। ম্যাচ জিতেও যেন চাপ কমেনি মোহনবাগান শিবিরে।

টানা তিন ম্যাচ হারের পর মানসিক ভাবে প্লেয়ারদের ওপর একটা চাপ থাকেই। একটা জয়ে সাময়িক চাপ কাটতে পারে। প্রশ্নও থাকে। দেশের এক নম্বর লিগ আইএসএল। আই লিগ এখন দ্বিতীয় সারির টুর্নামেন্ট। সেখানে তিনে থাকা শ্রীনিধির বিরুদ্ধে জিততেও ঘাম ঝড়াতে হলে উন্নতির যে প্রয়োজন রয়েছে বলাই যায়। শ্রীনিধির বেশ কিছু দূরপাল্লার চকিত শট বাড়তি চাপে ফেলেছিল মোহনবাগানকে। আজকের প্রতিপক্ষ আইএসএলেরই টিম।

হায়দরাবাদ প্রথম ম্যাচ হারলেও দুর্দান্ত পারফর্ম করেছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। শুধুমাত্র ভারতীয় প্লেয়ারদের নিয়েই দল নামিয়েছিল হায়দরাবাদ। তাতেই ইস্টবেঙ্গলের কালঘাম ছুটেছিল। তারা যে মোহনবাগানকেও বেগ দিতে পারে, এমনটাই প্রত্যাশিত। জয়ে ফেরাটা যেমন প্রথম লক্ষ্য ছিল, মোহনবাগানের চ্যালেঞ্জ এখন জয়ের ধারা বজায় রাখা।

মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি, দুপুর ২টো, স্পোর্টস ১৮ ও জিও সিনেমায় সম্প্রচার

Next Article