Lionel Messi : মেসিকে কি মেজর লিগ সকারে দেখা যাবে?

David Beckham : বেকহ্য়ামের নজরে শুধু মেসিই নন, রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সিআর সেভেনের দ্বন্দ্ব। রোনাল্ডোকে মেজর লিগ সকারে দেখা যেতেই পারে। এমনও হতে পারে, চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মেজর লিগ সকারে এক দলে খেললেন! সবটাই আপাতত সম্ভাবনা। 

Lionel Messi : মেসিকে কি মেজর লিগ সকারে দেখা যাবে?
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2022 | 9:30 AM

দোহা : এটাই শেষ বিশ্বকাপ (FIFA World Cup) লিওনেল মেসির (Lionel Messi)। নিজেই জানিয়ে দিয়েছেন সে কথা। যদিও শুরুটা ভালো হল না। তাঁর পেনাল্টি গোলেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। শেষ অবধি ১-২ গোলে হার সৌদি আরবের কাছে। গ্রুপ পর্বে এখনও দু-ম্যাচ বাকি। এর উপরই নির্ভর করছে মেসির আন্তর্জাতিক কেরিয়ার কতটা দীর্ঘ হবে। ক্লাব ফুটবলে তাঁর ভবিষ্যৎ কী হতে চলেছে, সেই বিষয়ে এখনও খোলসা করে বলেননি কিছু। আর এখানেই ফুটবল বিশেষজ্ঞদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হচ্ছে। অনেকেই মনে করছেন, এবার কি তবে লিওনেল মেসিকে আমেরিকার মেজর লিগ সকারে (Major League Soccer) দেখা যাবে? কেন এই প্রশ্ন উঠছে! তুলে ধরল TV9Bangla

বিশ্বকাপের পর মেসির ভবিষ্যৎ নিয়ে বেশ কৌতুহল জেগেছে তাঁর ভক্তদের মনে। অনেকেই নিজের মন গড়া নানান কথা সাজিয়ে নিচ্ছেন নিজের মতো করে। তবে সূত্রের খবর, মেসিকে দেখা যেতে পারে মেজর লিগ সকারে। মেজর লিগ সকার হল আমেরিকার ফুটবল টুর্নামেন্ট। যেখানে একসময় ইউরোপ ও ইংল্যান্ডের প্রথম সারির ক্লাবে বয়সের দরুণ যে সমস্ত ফুটবলাররা খেলার সুযোগ পান না তাঁদের খেলতে দেখা গেছে। ডেভিড বেকহ্যাম, ওয়েন রুনি, জ্লাতান ইব্রাহিমোবিচের মতো তারকা ফুটবলারও এক সময় খেলেছেন মেজর লিগ সকারে।

সুত্রের খবর, ইন্টার মিয়ামির অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যামের কাতারে বিশ্বকাপ দেখতে যাওয়ার অন্যতম একটি কারণ হল, মেসিকে মেজর লিগ সকারে নিয়ে আসা। তবে আগামী বছরের জুন মাস অবধি পিএসজির সঙ্গে চুক্তিতে আবদ্ধ রয়েছেন মেসি। পিএসজিও চাইছে, মেসির চুক্তি বাড়াতে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, প্যারিসের ফুটবল এবং সেখানকার পরিবেশকে ভালবেসে ফেলেছেন তিনি। যদি পিএসজিতে চুক্তির মেয়াদ বাড়ে, বেকহামের আশা পূরণে ইতি ঘটবে। তবে এলএম টেনের পরবর্তী সিন্ধান্ত ঠিক কী হতে চলেছে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। বেকহ্য়ামের নজরে শুধু মেসিই নন, রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সিআর সেভেনের দ্বন্দ্ব। রোনাল্ডোকে মেজর লিগ সকারে দেখা যেতেই পারে। এমনও হতে পারে, চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মেজর লিগ সকারে এক দলে খেললেন! সবটাই আপাতত সম্ভাবনা।