Angel Di Maria-Kolkata: ফের কলকাতায় আসছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা!
Argentina Football Team: মেসির সেদিনের সেই সতীর্থ কাতার বিশ্বকাপেও নজর কেড়েছেন। ফাইনালে গোলও করেছেন। এক যুগ পর ফের এক বার কলকাতায় আসছেন
এই শহরে পা পড়েছে অনেক তারকা-মহা তারকা ফুটবলারের। এসেছেন ফুটবল সম্রাট পেলে, ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। বর্তমান প্রজন্মের সেরা ফুটবলার তথা আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসিও এসেছিলেন কলকাতায়। কিছুদিন আগেই এই শহর দেখেছে কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভ জয়ী এমিলিয়ানো মার্টিনেজকে। আরও এক বার কলকাতায় আসছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আর্জেন্টিনা দীর্ঘ ৩৬ বছরের ব্যবধানে বিশ্বকাপ জিতেছে। ব্যক্তিগত পারফরম্যান্স এবং নেতৃত্বে মাত করেছেন লিওনেল মেসি। তাঁর বর্ণময় কেরিয়ারে অধরা ছিল বিশ্বকাপ। সেই ট্রফি হাতে উঠেছে কাতারে। ক্যাপ্টেন মেসি ওতপ্রোত ভাবে জরিয়ে শহর কলকাতার সঙ্গে। ২০১১ সালে কলকাতায় এসেছিল আর্জেন্টিনা ফুটবল দল। দর্শকঠাসা যুবভারতীয় ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেই আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে অভিষেক হয় সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিও মেসির।
আলেজান্দ্রো সাবেয়ার প্রশিক্ষণাধীন সেই টিমের অন্যতম সদস্য ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। মেসির সেদিনের সেই সতীর্থ কাতার বিশ্বকাপেও নজর কেড়েছেন। ফাইনালে গোলও করেছেন। এক যুগ পর ফের এক বার কলকাতায় আসছেন ডি মারিয়া। কিছুদিন আগে এমি মার্টিনেজকে কলকাতায় আনা ক্রীড়া উদ্যোগপতী শতদ্রু দত্ত এ বার বিশ্বকাপ ফাইনালের গোলদাতাকে শহরে আনার উদ্যোগ নিয়েছেন। সব কিছু ঠিকঠাক চললে হয়তো অক্টোবরে উৎসবের মরসুমেই শহর মাতাতে দেখা যেতে পারে ডি’মারিয়াকে।
কিছুদিন আগে কলকাতায় এসে অভিভূত আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ। শহরে নানা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। কলকাতায় যে আর্জেন্টিনার এত সমর্থন, তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন এমি। জাতীয় দলে তাঁর সতীর্থ ডি মারিয়া যখন আগের বার কলকাতায় এসেছিলেন, তখন তরুণ ফুটবলার। তাঁর নামের পাশে এখন বিশ্বজয়ী তকমা।