Lionel Messi: সবাই কিন্তু বিশ্বকাপ… এমবাপেকে এ বার জবাব দিলেন মেসি

ইউরো কাপ শুরু হচ্ছে ১৫ জুন। প্রথম ম্যাচেই নামছে আয়োজক দেশ ও ৩বার ট্রফি জেতা জার্মানি। ২১ জুন শুরু হচ্ছে কোপা আমেরিকা। প্রথম ম্যাচেই কানাডার বিরুদ্ধে খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই জমজমাট টুর্নামেন্ট দেখার অপেক্ষায় কিন্তু রয়েছেন ফুটবল প্রেমীরা।

Lionel Messi: সবাই কিন্তু বিশ্বকাপ... এমবাপেকে এ বার জবাব দিলেন মেসি
Lionel Messi: সবাই কিন্তু বিশ্বকাপ... এমবাপেকে এ বার জবাব দিলেন মেসিImage Credit source: X

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 13, 2024 | 4:05 PM

কলকাতা: ইউরো কাপ আর কোপা আমেরিকা শুরু হয়ে যাচ্ছে কয়েক দিনের মধ্যে। কেউ চোখ রাখবেন কোপায়। দেখবেন লিও মেসির ঝলক। কেউ নজর রাখবেন ইউরোয়। দেখবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপেদের। ফুটবল বিশ্বের এই দুই জমজমাট টুর্নামেন্ট নিয়ে আলোচনার অন্ত নেই। যেমন আরও একবার শুরু হয়ে গিয়েছে তর্ক, ইউরো সেরা, না কোপা? ইউরো বনাম কোপা আদিঅনন্ত কাল ধরে চলে আসা এক বিতর্ক। লাতিন আমেরিকান দেশগুলো খেললেও কোপা তেমন গুরুত্ব পায় না। যতটা পায় ইউরো। ক’দিন আগেই ফ্রান্সের ক্যাপ্টেন কিলিয়ান এমবাপে বলেছেন, ইউরো কাপ বিশ্বকাপের থেকেও কঠিন। যার জবাব এল লিওনেল মেসির (Lionel Messi) কাছ থেকে। কী বললেন তিনি?

মেসি বলেছেন, ‘এমবাপে বলেছে, ইউরো কাপ নাকি বিশ্বকাপের থেকেও কঠিন, তাই তো? এমনও বলেছে, লাতিন আমেরিকান দেশগুলোর ইউরো কাপের মতো উঁচু মানের ফুটবল টুর্নামেন্ট নেই। এটা ভুলে গেলে চলবে না, যে যেটা খেলে, তার কাছে তার টুর্নামেন্টের গুরুত্ব আছে। ইউরো কাপ খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট, সন্দেহ নেই। কিন্তু সেখানে কি তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলে? পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল কিংবা দু’বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে খেলে। বিশ্ব কিছু বিশ্বকাপজয়ী দল ইউরো কাপে খেলে না, তার পরও কি ইউরো কাপকে সেরা বলা যাবে? বিশ্বকাপে বিশ্বের সেরা টিমগুলো খেলে। বিশ্ব চ্যাম্পিয়নরা খেলে। সেই কারণেই তো সবাই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখে।’

ইউরো কাপ শুরু হচ্ছে ১৫ জুন। প্রথম ম্যাচেই নামছে আয়োজক দেশ ও ৩বার ট্রফি জেতা জার্মানি। ২১ জুন শুরু হচ্ছে কোপা আমেরিকা। প্রথম ম্যাচেই কানাডার বিরুদ্ধে খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই জমজমাট টুর্নামেন্ট দেখার অপেক্ষায় কিন্তু রয়েছেন ফুটবল প্রেমীরা।