AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi: আগামী বিশ্বকাপেও খেলবেন মেসি! দাবি বিশ্বজয়ী প্রাক্তন ফুটবলারের

Jorge Valdano : ভালদানো একটি সাক্ষাৎকারে বলেছেন, ''আমি যখন মেসির সাক্ষাৎকার নিই, ক্যামেরার বাইরে ও বলেছিল, কাতারে কেরিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে চলেছে এবং কোনও ফুটবলারই ৬টি বিশ্বকাপ খেলেননি। আরও যোগ করে, ও যদি কাতারে চ্যাম্পিয়ন হয়, তাহলে পরবর্তী বিশ্বকাপেও খেলবে।''

Lionel Messi: আগামী বিশ্বকাপেও খেলবেন মেসি! দাবি বিশ্বজয়ী প্রাক্তন ফুটবলারের
মেসির সঙ্গে আড্ডায় আর্জেন্টাইন তারকা জর্জ ভালদানো।Image Credit: Twitter
| Edited By: | Updated on: Dec 21, 2022 | 2:22 PM
Share

বুয়েনস আইরেস: আগামী বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি! কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) আগেই লিও মেসি (Lionel Messi) ঘোষণা করেছিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে ধোঁয়াশা রেখেছিলেন। বিশ্বকাপের মঞ্চে আর মেসিকে দেখা যাবে না এমনটাই নিশ্চিত ছিল। এখনই অবসরের গুঞ্জন অবশ্য উড়িয়ে দিয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। চ্যাম্পিয়ন হওয়ার পর জানিয়েছিলেন, এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিচ্ছেন না। বিশ্বকাপের আগে প্রাক্তন আর্জেন্টাইন কোচ ও ফুটবলার জর্জ ভালদানোর (Jorge Valdano) সঙ্গে একটি সাক্ষাৎকারে দেখা গিয়েছিল লিওকে। ক্যামেরার আড়ালে মেসি তাঁকে কিছু বলেছিলেন বলে দাবি প্রাক্তন ফুটবলারের। কী বলেছিলেন লিও মেসি? তুলে ধরল TV9 Bangla

আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ী দলের সদস্য জর্জ ভালদানোর সঙ্গে একটি সাক্ষাৎকারে দেখা যায় মেসিকে। ভালদানোর দাবি, তখন ক্যামেরার আড়ালে লিও তাঁকে জানান, এটাই হয়তো শেষ বিশ্বকাপ তাঁর। তবে কাতার বিশ্বকাপ জিতলে পরবর্তী বিশ্বকাপেও নেতৃত্ব দিতে দেখা যাবে তাঁকে। কাতার বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়েও স্কোরলাইন ৩-৩। টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ ব্যবধানে পরাস্ত করে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছেন স্কালোনির শিষ্যরা। তিন যুগ পর আর্জেন্টিনার এই জয়ের পর মেসি বলেন, এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নয়।

ভালদানো একটি সাক্ষাৎকারে বলেছেন, ”আমি যখন মেসির সাক্ষাৎকার নিই, ক্যামেরার বাইরে ও বলেছিল, কাতারে কেরিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে চলেছে এবং কোনও ফুটবলারই ৬টি বিশ্বকাপ খেলেননি। আরও যোগ করে, ও যদি কাতারে চ্যাম্পিয়ন হয়, তাহলে পরবর্তী বিশ্বকাপেও খেলবে। ” আগামী বিশ্বকাপে ৩৯তম জন্মদিন সেলিব্রেশন করবেন মেসি। ফুটবলপ্রেমীদের কাছে এটি কার্যত কঠিন মনে হলেও, অসম্ভব একেবারেই নয়। কাতারে ৩৯ বছরে বিশ্বকাপ খেলেছেন পেপের মতো অনেকেই। তবে পরবর্তী বিশ্বকাপে খেতাব ধরে রাখার লড়াইয়ে নামার আগে মেসির সামনে, ২০২৪ কোপা আমেরিকা। আনন্দ উদযাপন শেষ হলেই সেই লক্ষ্যের জন্য নিজেদের তৈরিতে নামবেন স্কালোনির শিষ্যরা। ২০২১ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা নিঃসন্দেহে চাইবে ২০২৪-এও কাপ জিতে পরপর চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম লেখাতে।