Thiago Messi: কর্নার কিকে মেয়েদের মুখে হাসি ফোটাচ্ছে জুনিয়র মেসি, দেখুন ভিডিয়ো
Lionel Messi's Son: থিয়াগো যখন জন্মায় তখন বার্সেলোনায় খেলতেন মেসি। তারপর পরিবার নিয়ে প্যারিসে চলে যান। তবে প্যারিস ছেড়ে মায়ামিতে যেতে চায়নি থিয়াগো। তাকে বুঝিয়েছিলেন মেসি। কারণ সেখানেই ছেলেবেলার বেশিরভাগটা কেটেছে জুনিয়র মেসির। ফলে হঠাৎ করে চেনা জায়গা ছাড়তে কষ্টই পেয়েছিল ছোট্ট থিয়াগো। বাবার মতো ফুটবলার হতে চায় ১১ বছরের থিয়াগো। তাই এখন থেকেই ফুটবল নিয়ে মেতে থাকেন। মাঝে মধ্যে ছেলের খেলা দেখতে গ্যালারিতে পৌঁছে যান মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেলা রক্কুজো।

মায়ামি: নামটা লিওনেল মেসি (Lionel Messi) । যাঁর পায়ের জাদুতে মুগ্ধ ফুটবলবিশ্ব। কারও কাছে তিনি ভগবান, কারও কাছে অনুপ্রেরণা আর মহিল মহলে মেসি মানেই ভালোবাসা। তাঁর জন্য পাগল মহিলারা। মেসি ম্যাজিকে বুঁদ হয়ে থাকেন মহিলা ভক্তরাও। বাবা যখন লিওনেল মেসি, ছেলে চমক দেখাবে না তা হয় নাকি? এ বার মেয়েদের নজরে জুনিয়র মেসি। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যাচ্ছে মেসির ছেলে থিয়াগো (Thiago Messi) কর্নার কিকে মন মাতাচ্ছে মেয়েদের। আর কী রয়েছে এই ভিডিয়োতে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
— Messi Xtra (@M30Xtra) December 4, 2023
বাবার দেখানো পথেই হাঁটছে ১১ বছরের থিয়াগো। মায়ামির হেরন ফুটবল অ্যাকডেমিতে প্রশিক্ষন নিচ্ছে জুনিয়র মেসি। এ ছাড়া ইন্টার মায়ামির যুব অ্যাকাডেমিতে খেলে সে। বয়স অল্প। তবে এখনই ফুটবলে মজেছে থিয়াগো। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যাচ্ছে, কর্নার কিক মারছে সে। পাশেই বসেছিল কয়েকজন মেয়ে। থিয়াগোর শট দেখে হেসে লুটোপুটি তারা। এই ভিডিয়োটি দেখে নেটিজেনরা বলছেন, বাবার দিকেই এগোচ্ছে থিয়াগো। এই বয়সেই যদি মেয়েদের মন মাতান, তাহলে আগামীতে কী হবে!
থিয়াগো যখন জন্মায় তখন বার্সেলোনায় খেলতেন মেসি। তারপর পরিবার নিয়ে প্যারিসে চলে যান। তবে প্যারিস ছেড়ে মায়ামিতে যেতে চায়নি থিয়াগো। তাকে বুঝিয়েছিলেন মেসি। কারণ সেখানেই ছেলেবেলার বেশিরভাগটা কেটেছে জুনিয়র মেসির। ফলে হঠাৎ করে চেনা জায়গা ছাড়তে কষ্টই পেয়েছিল ছোট্ট থিয়াগো। বাবার মতো ফুটবলার হতে চায় ১১ বছরের থিয়াগো। তাই এখন থেকেই ফুটবল নিয়ে মেতে থাকেন। মাঝে মধ্যে ছেলের খেলা দেখতে গ্যালারিতে পৌঁছে যান মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেলা রক্কুজো।





