অপ্রতিরোধ্য লিভারপুল,অ্যানফিল্ডে ৬৪ ম্যাচে অপরাজিত ক্লপের দল
মহম্মদ সালাহের কোভিড রিপোর্ট নেগেটিভ। আজ থেকেই অনুশীলনে তারকা ফুটবলার।
TV9 বাংলা ডিজিটাল: অপ্রতিরোধ্য লিভারপুল(liverpool)। লেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে মোরিনহোর টটেনহ্যামকে (tottenham)ছুঁয়ে ফেলল ক্লপের দল। ৯ ম্যাচে ২০ পয়েন্ট পেয়ে এই মুহুর্তে ইপিএলের(english premier league) শীর্ষে টনেনহ্যাম । সমসংখ্যক ম্যাচ খেলে লিভারপুলেরও পয়েন্ট ২০। গোলপার্থক্যে ২ নম্বরে আছেন ক্লপরা।
The perfect way to start your week ?#LIVLEI full game replay and extended highlights now available to enjoy on @LFCTV GO…
— Liverpool FC (@LFC) November 23, 2020
অ্যানফিল্ডে কার্যত থামানোই যাচ্ছে না সাদিও মানেদের। টানা ৬৪ ম্যাচে অপরাজিত তারা। তার মধ্যে ৫৩টা ম্যাচে জিতেছে ক্লপের দল। লিভারপুলের দীর্ঘ ইতিহাসে যা নয়া নজির।
6⃣ 4⃣ consecutive home league games unbeaten – a new club record ?
HOME ❤️ pic.twitter.com/Nw7FxQuXqN
— Liverpool FC (@LFC) November 22, 2020
২১ মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। জেমস মিলনারের কর্ণার থেকে আত্মঘাতী গোল করে বসেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন ডিফেন্ডার জনি ইভান্স। বিরতির ঠিক আগে স্কোর লাইন ২-০ করেন দিওগো জোটা। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়াবার সুযোগ এসেছিল ক্লপের দলের সামনে। কিন্তু একা রুখে দাঁড়ান লেস্টার গোলকিপার। একের পর এক সেভ করে লেস্টারকে ম্যাচে রাখেন স্কিমিচেল। শেষ পর্যন্ত প্রতিরোধ ভাঙেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফির্মিনহো। ৮৬ মিনিটে মিলনারের কর্ণার থেকে গোল করে যান ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে কাটছে না সংশয়
বড় ব্যবধানে জয়,অ্যানফিল্ডে নয়া রেকর্ডের পাশাপাশি আরও একটা সুখবর ক্লপের কাছে। মহম্মদ সালাহের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে আজ থেকেই অনুশীলনে যোগ দিচ্ছেন তারকা ফুটবলার। ১৩ নভেম্বর জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন মহম্মদ সালাহ। মনে করা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আটলান্টার বিরুদ্ধেই মাঠে ফিরতে পারবেন লিভারপুলের বিশ্বখ্যাত এই ফুটবলার।