৬৮ ম্যাচ পর অ্যানফিল্ডে হার লিভারপুলের

sushovan mukherjee |

Jan 22, 2021 | 12:25 PM

অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে বার্নলের কাছে হেরে গেল লিভারপুল

৬৮ ম্যাচ পর অ্যানফিল্ডে হার লিভারপুলের
ঘরের মাঠে হার লিভারপুলের। ছবি-টুইটার।

Follow Us

লিভারপুল: চ্যাম্পিয়নদের হল টা কী? ব্যর্থতার খরা কাটছে না কিছুতেই। অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে বার্নলের কাছে হেরে গেল লিভারপুল। ঘরের মাঠে ৬৮ ম্যাচ পর হারের মুখ দেখল রেডসরা। হারের যাবতীয় দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন লিভারপুল কোচ জুর্গেন ক্লপ। বার্নলের কাছে ১-০ গোলে হারল লিভারপুল।

খেলার ৮৩ মিনিটে পেনাল্টি থেকে বার্নলের হয়ে জয়সূচক গোল করেন অ্যাসলে বার্নস। প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে কোনও গোল পেল না লিভারপুল। ২০০০ সালের পর টানা চার ম্যাচে গোলের দেখা পেল না লিভারপুল। লিগ শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের চেয়ে ৬ পয়েন্ট দূরে ক্লপরা। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহ করে লিগ শীর্ষে রয়েছে ম্যান ইউ।

 

আরও পড়ুন:মেসিকে ছাড়াই কোপার শেষ ১৬-য় বার্সা

 

২০১৭ সালের এপ্রিলে অ্যানফিল্ডে শেষবার হারের মুখ দেখেছিল লিভারপুল। ক্রিস্টাল প্যালেসের কাছে হার মানতে হয়েছিল রেডসদের। তারপর অ্যানফিল্ডে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন সালাহরা। অবশেষে বার্নলের কাছে হেরে থেমে গেল ঘরের মাঠে লিভারপুলের স্বপ্নের দৌড়। ইপিএলে টানা ৫ ম্যাচে জিততে ব্যর্থ সালাহরা। বার্নলের কাছে হেরে লিগ তালিকার ৪ নম্বরে নেমে গেল লিভারপুল।

Next Article