Manchester Derby: ১৩ সেকেন্ডেই লিড! এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যান সিটি
FA Cup 2023 Final : ইপিএলের পর এফএ কাপ। মরসুমে দ্বি-মুকুট সম্পূর্ণ করল ম্যাঞ্চেস্টার সিটি। এ বার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলেই লক্ষ্য পূরণ। ইংল্যান্ডের জাতীয় স্টেডিয়াম ওয়েম্বলিতে বিদ্যুৎ খেলে যাওয়া পরিবেশ। ম্যাচের মাত্র ১৩ সেকেন্ডেই এগিয়ে যায় ম্যান সিটি।
লন্ডন : হ্যাটট্রিকের উৎসব শুরু করেছিলেন। তবে সহকারী রেফারির পতাকা তোলা রয়েছে দেখে থমকে গেলেন। অফসাইডে বাতিল গোল। ততক্ষণে দলকে ভালো পরিস্থিতিতে পৌঁছে দিয়েছেন ইকে গুন্ডোগান। এফএ কাপের ইতিহাসে প্রথম বার ফাইনালে ম্যাঞ্চেস্টার ডার্বি। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে ম্যান সিটি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছে। পেপ গুয়ার্দিওলার ছাত্রদের লক্ষ্য ত্রি-মুকুট। ইপিএলের পর এফএ কাপ। মরসুমে দ্বি-মুকুট সম্পূর্ণ করল ম্যাঞ্চেস্টার সিটি। এ বার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলেই লক্ষ্য পূরণ। ইংল্যান্ডের জাতীয় স্টেডিয়াম ওয়েম্বলিতে বিদ্যুৎ খেলে যাওয়া পরিবেশ। ম্যাচের মাত্র ১৩ সেকেন্ডেই এগিয়ে যায় ম্যান সিটি। ম্যাঞ্চেস্টার ডার্বিতে ২-১ ব্যবধানে জিতে এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যান সিটি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এফএ কাপে ঐতিহাসিক ম্যাচ। টুর্নামেন্টের ইতিহাসে এর আগে কখনও ফাইনালে ম্যাঞ্চেস্টার ডার্বি হয়নি। শেষ বার ২০১১ সালে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দু-দল। জিতেছিল ম্যান সিটি। এ বার ফাইনালেও তারই পুনরাবৃত্তি হল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ২-১ ব্যবধানে হারিয়ে সপ্তম বার এফএ কাপ জিতল ম্যান সিটি। ম্যাচের মাত্র ১৩ মিনিটেই সিটিকে এগিয়ে দেন ইকে গুন্ডোগান। এফ কাপ ফাইনালে এটিই দ্রুততম গোল। ডার্বিতে ১৩ সেকেন্ডে এগিয়ে যাওয়া মানেই প্রতিপক্ষ শিবিরের মনোবলে বড় রকমের আঘাত। ঘুরে দাঁড়ায় ম্যান ইউ। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ব্রুনো ফার্নান্ডেজ। গ্যালারিতে উপস্থিত ম্যান ইউয়ের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। ছিলেন প্রাক্তন তারকা ডেভিড বেকহ্যামও। সমতা ফেরানোর পরই উচ্ছ্বাসে লাফিয়ে ওঠেন বেকহ্যাম।
রুদ্ধশ্বাস একটা ম্যাচের প্রত্যাশা ছিল। ইপিএলে তিন নম্বরে শেষ করেছিল ম্যান ইউ। ফলে তাদের জন্যও মরসুম ভালো কেটেছে। রুদ্ধশ্বাস একটা ফাইনালই হল। দ্বিতীয়ার্ধে ম্যান সিটিকে ফের এগিয়ে দেন ইকে গুন্ডোগান। বাকি সময় সমতা ফেরানো এবং গোল ধরে রাখার মরিয়া লড়াই। শেষ মুহূর্তে চাপের পরিস্থিতি তৈরি হয়েছিল। ম্যান সিটি ডিফেন্স পরিস্থিতি সামলে দেয়। তেমনই অল্পের জন্য হ্যাটট্রিক হল না ইকে গুন্ডোগানের।