মোহনবাগান এবারও চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার : মার্সেলিনহো

sushovan mukherjee |

Jan 29, 2021 | 6:48 PM

কেরল ম্যাচেই সবুজ-মেরুন জার্সিতে মাঠে দেখা যেতে পারে মার্সেলিনহোকে

মোহনবাগান এবারও চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার : মার্সেলিনহো
কেরল ম্যাচেই মাঠে নামতে তৈরি মার্সেলিনহো। ছবি-এটিকে মোহনবাগান টুইটার।

Follow Us

গোয়া: কেরল ম্যাচে মাঠে নামতে তৈরি ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্সেলিনহো পেরিরা। নর্থ ইস্ট ম্যাচে অপ্রত্যাশিত হারের ধাক্কা কাটিয়ে রবিবার জয়ে ফিরতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড। কিবু ভিকুনার দলের বিরুদ্ধে হাবাসের বড় ভরসা সদ্য মোহনবাগানে যোগ দেওয়া মার্সেলিনহো। মরসুমের প্রথম ভাগটা ভালো যায়নি ব্রাজিলিয়ান এই স্ট্রাইকারের। ওড়িশাতে সেভাবে সুযোগই পাননি। সবুজ-মেরুন জার্সিতে ম্যাজিক দেখাতে অবশ্য প্রস্তুত মার্সেলিনহো।

MARCELINHO ATK MB

পেলের দেশের এই ফুটবলার বলছেন,’হাবাস তাঁকে অনেকদিন ধরে চেনেন। তাঁর আর তার দলের ফুটবল দর্শন আমার প্রিয়।ভারতে মোহনবাগানেরই দর্শক সবচেয়ে বেশি। সবুজ-মেরুন জার্সি বেছে নেওয়ার সেটাই অন্যতম কারণ।’ হাতে গোনা কয়েকদিন দলের সঙ্গে যোগ দিলেও মানাতে অসুবিধা হবে না বলেই দাবি মার্সেলিনহোর। ব্রাজিলিয়ান স্ট্রাইকার বলছেন,’এটিকে মোহনবাগানের প্রায় সব খেলা দেখেছি। হাবাসের স্ট্র্যাটেজিও জানি। এটুকু বলতে পারি কেরল ম্যাচে মাঠে নামলে সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

আরও পড়ুন:স্পিন দিয়ে ইংল্যান্ডকে শেষ করা যাবে না: আর্চার

কেরল ম্যাচে বাগান আপফ্রন্টে দেখা যেতে পারে রয় কৃষ্ণা-মার্সেলিনহো জুটিকে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার বলছেন,’দলে গোল করার অনেক ফুটবলার আছে। তাদের যোগ্য সঙ্গত করে দলকে জেতাবার চেষ্টা করব। এটিকে মোহনবাগানের সবথেকে বড় সুবিধা প্রথম একাদশের মত রিজার্ভ বেঞ্চও সমান শক্তিশালী। ব্যালান্সড ফুটবল খেলে। খেলাতেও অনেক বৈচিত্র্য। আমি মনে করি,এবারও মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার।’