Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Marcus Rashford: হবু স্ত্রীকে খুশি করতে আস্ত বিমান ভাড়া ইংলিশ ফুটবলারের, ভাড়া কত পড়ল?

বিদেশে উইকএন্ড, সামার ভ্যাকেশন, ক্রিসমাস, নিউইয়ার ইভের মতো ছুটি যেমন রয়েছে, তেমনই রোম্যান্টিক ব্রেকও নেন কাপলরা। সোজাসাপ্টা, কয়েক দিন প্রেমে ডুবে থাকা। Marcus Rashford এই রোম্যান্টিক ব্রেকে লুসিয়াকে নিয়ে গেলেন নিউ ইয়র্ক।

Marcus Rashford: হবু স্ত্রীকে খুশি করতে আস্ত বিমান ভাড়া ইংলিশ ফুটবলারের, ভাড়া কত পড়ল?
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 18, 2023 | 3:40 PM

লন্ডন: প্রেমের কোনও নিয়ম নেই। প্রেমের কোনও হিসেবও নেই। এই প্রেমের জন্য পাগলামী করা লোকের তাই অভাবও নেই দুনিয়ায়। পকেটের কথা না ভেবে দামি উপহার দেওয়ার রেওয়াজ সেই প্রাচীন পৃথিবী থেকেই চলে আসছে। আধুনিক বিশ্বে তার চল থাকবে না, হয় নাকি! গত দেড় দশক ধরে সবচেয়ে ধনী ফুটবলার হিসেবে বারবার উঠে এসেছে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম। এই ফুটবলারের প্রাইভেট জেটও রয়েছে। কিন্তু এঁদের মতো প্রাচুর্য না থাকলেও প্রেমের পৃথিবীতে পিছিয়ে থাকবেন কেউ, তা হয় নাকি? হয়ওনি। আর সেই পাগল প্রেমিকের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন মার্কাস ব়্যাশফোর্ড (Marcus Rashford)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড এমন কাণ্ড ঘটিয়ে বসেছেন, যা দেখে চোখ কপালে তুলেছেন অনেকেই। হবু স্ত্রী লুসিয়া লোইয়ের মন ভালো করার জন্য কী করলেন ইংল্যান্ডের তারকা ফুটবলার? তুলে ধরল TV9 Bangla Sports

বিদেশে উইকএন্ড, সামার ভ্যাকেশন, ক্রিসমাস, নিউইয়ার ইভের মতো ছুটি যেমন রয়েছে, তেমনই রোম্যান্টিক ব্রেকও নেন কাপলরা। সোজাসাপ্টা, কয়েক দিন প্রেমে ডুবে থাকা। ব়্যাশফোর্ড এই রোম্যান্টিক ব্রেকে লুসিয়াকে নিয়ে গেলেন নিউ ইয়র্ক। আর তার জন্য ঘটিয়ে ফেললেন আজব কাণ্ড। বোয়িং ৭৩৭ ফ্লাইট ভাড়া করলেন মার্কিন মুলুকে হলিডে কাটানোর জন্য। ওই বিমান মূলত ১২৫জন যাত্রী নিয়ে যাতায়ত করে। কিন্তু ব়্যাশফোর্ডের তাতে আপত্তি ছিল। তাই ভাড়া করে ফেললেন যাত্রীবাহী আস্ত প্লেনটাই। তার জন্য খরচ কত পড়ল? আজ্ঞে, খুবই সামান্য। ২ লক্ষ ৪০ হাজার পাউন্ড। ভারতীয় টাকায় কত? মাত্র ২৪ লক্ষ ৪৮ হাজার টাকার সামান্য বেশি!

গত মাসে চোটের কারণে ইংল্যান্ডের হয়ে খেলতে পারেননি ব়্যাশফোর্ড। বাড়িতে বসে মন খারাপ না করে হবু বউকে নিয়ে সোজা চলে গিয়েছিলেন নিউ ইয়র্কে। তাতে চোট সারানোও গিয়েছে, উপরি হিসেবে চুটিয়ে প্রেমও করেছেন বছর ২৫এর দুই কাপল। একটি সূত্র বলছে, ‘ব়্যাশফোর্ডের তরফে এটা একটা দারুণ ব্যাপার ছিল। আর ওর হবু স্ত্রীর জন্য এটা করতে পেরে খুব খুশি হয়েছে ব়্যাশফোর্ড।’

লুসিয়ার সঙ্গে ব়্যাশফোর্ডের প্রেমপর্ব চলছে দীর্ঘদিন। ১৫ বছর বয়সে গ্রেটার ম্যাঞ্চেস্টারের স্কুলে পড়ার সময় প্রথম দেখা হয়েছিল দু’জনের। লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতো টুপ করে প্রেমে পড়ে গিয়েছিলেন তাঁরা। গত বছর মে মাসে তাঁদের বাগদানও সারা হয়ে গিয়েছে। বিয়েটাই যা বাকি। এ হেন দুই যুগলের নিউ ইয়র্ক যাত্রা নিয়ে সমালোচনাও হয়েছিল। চোটে পড়া ফুটবলার বিশ্রাম না নিয়ে কেন বিদেশ যাত্রা করবেন, তা নিয়ে সরব হয়েছিল ইংলিশ মিডিয়া। কিন্তু প্রেম আর কবে নিয়ম মেনে হয়েছে। ব়্যাশফোর্ড আর লুসিয়া, ‘বেশ করেছি, প্রেম করেছি’ বলে হুশ করে বিমান ভাড়া করে উড়ে গিয়েছিলেন নিউ ইয়র্ক। এই না হলে জমাটি প্রেম!