আই লিগে দুরন্ত জয় ছিনিয়ে নিল মহমেডান স্পোর্টিং। চার্চিলকে হারিয়ে খেতাবি লড়াই জমিয়ে দিল সাদা-কালো। কল্যাণীতে চার্চিল ব্রাদার্সকে ৪-১ গোলে হারাল শঙ্করলালের ছেলেরা। জোড়া গোল পেড্রো মানজির। মহমেডানের বাকি দুটি গোল করেন হীরা মণ্ডল আর ছাংতে। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চার নম্বরে মহমেডান। ২৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে ট্রাউ। চার্চিলেরও ঝুলিতে ২৫ পয়েন্ট।