Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durand Cup 2023: মরিয়া লড়াই, শক্তিশালী মুম্বই সিটির কাছে হার মহমেডানের

Mohammedan S.C vs Mumbai City FC Match Report: প্রথমার্ধের শেষ মুহূর্তে মহমেডানের হয়ে এক গোল শোধ করেন ডেভিড। তা অবশ্য যথেষ্ট ছিল না। প্রথমার্ধেই ৩-১ এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। দ্বিতীয়ার্ধে কোনও দলই আর গোল করতে পারেনি।

Durand Cup 2023: মরিয়া লড়াই, শক্তিশালী মুম্বই সিটির কাছে হার মহমেডানের
Image Credit source: FACEBOOK
Follow Us:
| Updated on: Aug 05, 2023 | 6:57 PM

কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনে অনবদ্য ছন্দে রয়েছে মহমেডান স্পোর্টিং। ডুরান্ড কাপ অভিযানে প্রথম ম্যাচেই অবশ্য হার। শক্তিশালী মুম্বই সিটি এফসির বিরুদ্ধে লড়াই সহজ হবে না এমনটাই প্রত্যাশিত ছিল। কার্যত গত মরসুমের স্কোয়াডই ধরে রেখেছে আইএসএলের টিম মুম্বই সিটি এফসি। জাতীয় দলের আকাশ মিশ্র, লালিনজুয়ালা ছাংতেরা রয়েছে। তাদের বিরুদ্ধে অনবদ্য লড়াই মহমেডানের। যদিও মুম্বই সিটি এফসির বিরুদ্ধে স্কোরলাইন ৩-১। ডুরান্ড কাপে মহমেডান স্পোর্টিং বনাম মুম্বই সিটি এফসি ম্যাচের বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ম্যাচের প্রথম দিকে গোল খেলে সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। মহমেডানের ক্ষেত্রে পরিস্থিতি যেন সেটাই হয়েছে। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলায় নজর ছিল মুম্বই সিটি এফসির। এর ফল মেলে ১২ মিনিটের মধ্যেই। কর্নার পায় মুম্বই সিটি এফসি। গ্রিফিথের হেড ক্রস বারে লেগে গোল লাইন পার করে বাউন্সে বাইরে বেরিয়ে আসে। মহমেডান প্লেয়াররা নিশ্চিত ছিলেন না গোলের ব্যাপারে। রেফারির চোখ এড়ায়নি। মুম্বই সিটি প্লেয়াররা সেলিব্রেশনও শুরু করে দেয়। রিপ্লেতে পরিস্থিতি আরও বেশি পরিষ্কার হয়।

মহমেডানের সমস্যা বাড়ে ২৪ মিনিটে। অনবদ্য মুভ মুম্বই সিটি এফসির। ডিফেন্সের ভুল সাদা-কালোকে চাপে ফেলে। নগুয়েরার শট মহমেডান গোল রক্ষক বিয়াকা জংতে ডানদিকে ঝাঁপালেন বল গ্রিপ করতে পারেননি। ফিরতি বলে গোল করেন পেরেরা দিয়াজ।

ম্যাচের ৩৫ মিনিটে স্কোর লাইন মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ৩-০ করেন লালিনজুয়ালা ছংতে। জাতীয় দলের হয়ে অনবদ্য ছন্দে রয়েছেন এই তরুণ স্ট্রাইকার। ইন্টার কন্টিনেন্টাল কাপ এবং সাফ চ্যাম্পিয়নশিপেও গোল করেছেন। ক্লাবের হয়েও দারুণ ছন্দে। মহমেডান ডিফেন্সকে চাপে ফেলে তাঁর গতি। সঙ্গে বিপীন সিং। এই জুটির অনবদ্য বোঝাপড়া দেখা গেল। বল নিয়ে মহমেডান বক্সে বিপীন, তাঁর স্কোয়ার পাসে টোকা মেরে স্কোর লাইন ৩-০ করেন লালিনজুয়ালা ছাংতে।

প্রথমার্ধের শেষ মুহূর্তে মহমেডানের হয়ে এক গোল শোধ করেন ডেভিড। তা অবশ্য যথেষ্ট ছিল না। প্রথমার্ধেই ৩-১ এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। দ্বিতীয়ার্ধে কোনও দলই আর গোল করতে পারেনি। মহমেডান স্পোর্টিং দ্বিতীয়ার্ধে মরিয়া চেষ্টা করলেও ঘুরে দাঁড়াতে পারেনি।