কলকাতা : জয়ের খোঁজে মহমেডান স্পোর্টিং। আই লিগে টানা চার ম্যাচে ড্র করেছে সাদা-কালো ব্রিগেড। সোমবার কল্যাণীতে মহমেডানের সামনে গোকুলাম কেরালা। মহমেডানের প্রশাসনে বদল এসেছে। এবার খেলায় বদল আনার চ্যালেঞ্জ সাদা-কালো ফুটবলারদের সামনে।
শেষ ৫ ম্যাচের মধ্যে চারটেতে ড্র। একটা জয়ই দলের মনোবল পাল্টে দিতে পারে। সেই কাঙ্খিত জয়ের লক্ষ্যে সোমবার গোকুলামের বিরুদ্ধে অল আউট ঝাঁপাতে চায় সাদা-কালো শিবির। মহমেডান টিডি শঙ্করলাল চক্রবর্তী সাফ বলছেন, ‘ভালো জায়গায় যেতে হলে গোকুলামের বিরুদ্ধে জিততেই হবে।’
Get Ready Panthers ??#JaanJaanMohammedan#BlackPanthers pic.twitter.com/WiJpleM8HM
— Mohammedan SC (@MohammedanSC) February 7, 2021
৫ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে আই লিগের তালিকায় ৮ নম্বরে আছে গোকুলাম। তা সত্বেও কেরালার দলটিকে সমীহ করছে মহমেডান। সাদা-কালো টিডি বলছেন, ‘গোকুলাম আই লিগের অন্যতম আক্রমনাত্মক দল।’ মহমেডানেও আজহারউদ্দিন,মাভিয়া আর চিডি যোগ দেওয়ায় আক্রমণে শক্তি বেডে়ছে। গোকুলামেও বিরুদ্ধে তাই অ্যাটাকিং স্ট্র্যাটেজিতে হাঁটতে পারেন মহমেডান কোচ হেভিয়া।
৫ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে মহমেডান স্পোর্টিং। আইএফএ শিল্ডে এই গোকুলামকেই হারিয়েছিল সাদা-কালো ব্রিগেড। সেই আত্মবিশ্বাসকে হাতিয়ার করেই এগোতে চান হেভিয়া।
আরও পড়ুন:৩০ পেরিয়ে ৩০০..
এদিকে মহমেডানে খেলতে কলকাতায় পৌঁছলেন তারকা স্ট্রাইকার পেনড্রো মানজি। ২০১৮-১৯ আই লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। আপাতত কোয়ারেন্টিনে থাকতে হবে তাঁকে।