
কলকাতা: মরসুমের শুরুটা সুন্দর হলেও মাঝপথে একের পর এক ধাক্কা মোহনবাগানে। এ মরসুমে মোহনবাগানের পাখির চোখ ছিল এএফসি কাপ। গ্রুপ পর্বে দুর্দান্ত শুরু করেও ধারাবাহিকতা বজায় রাখা যায়নি। যার জেরে গ্রুপ পর্বেই বিদায়। ইন্ডিয়ান সুপার লিগেও হতাশার পর্ব চলছে সবুজ মেরুন শিবিরে। শিবিরে একাধিক চোট। এর সঙ্গে যোগ হয়েছে কার্ড সমস্যাও। দল গোছাতেই হিমশিম অবস্থা মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দোর। এর মধ্যেই ঘরের মাঠে আরও একটা ম্যাচ। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। তার আগে কী বলছেন ফেরান্দো? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দীর্ঘদিন থেকেই চোট আঘাত সমস্যা চলছে মোহনবাগানে। আশিক কুরুনিয়ান, আনোয়ার আলি চোটের জন্য দীর্ঘ সময় বাইরে। ফের কবে মাঠে ফিরবেন, নিশ্চয়তা নেই। অ্যাটাকিং মিডিও সাহাল আব্দুল সামাদও চোটের তালিকায়। এফসি গোয়ার বিরুদ্ধে গত ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট লাগে ব্রেন্ডন হ্যামিলের। তালিকাটা যেন শেষই হতে চায় না। ঘরের মাঠে বুধবার সন্ধ্যায় কী দল গড়বেন, সেটা ভেবেই চিন্তিত মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। এর মাঝে লক্ষ্য একটাই। জিততেই হবে। এর জন্য গোল খেতেও রাজি।
কেরালা ব্লাস্টার্স ম্যাচের আগে হুয়ান ফেরান্দো বলছেন, ‘দল এখন খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কী করে একটা শক্তিশালী দল গড়া যায়, সেটাই ভাবছি। পরিস্থিতি যেমনই হোক, এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিতেই হবে।’ ঘরের মাঠেই গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে চার গোল খেয়েছে মোহনবাগান। শোধ করেছে একটি গোল। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ডিফেন্সে বেশি জোর দেবেন নাকি আক্রমণে!
সবুজ মেরুনের স্প্যানিশ কোচ বলছেন, ‘আমরা জেতার ওপরই জোর দিতে চাই। এক গোল খেলে দু’গোল ফিরিয়ে দিতে হবে। কিংবা দু’গোল খেলে তিন গোল করতে হবে। এটাই তো হিসেব। সকলেরই তা জানা। জেতার জন্যই মাঠে নামি। আর জেতার জন্য গোল করতেই হবে।’