Mohun Bagan Super Giant vs Bangladesh Army Highlights: ডুরান্ড কাপ, ফুল টাইম; মোহনবাগান ৫-০ বাংলাদেশ আর্মি

Aug 03, 2023 | 7:57 PM

Durand Cup 2023 Live Score Updates : ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠান এবং মোহনবাগান বনাম বাংলাদেশ আর্মি ম্যাচের লাইভ স্কোর ও পুঙ্খানুপুঙ্খ আপডেট এই ব্লগে।

Mohun Bagan Super Giant vs Bangladesh Army Highlights: ডুরান্ড কাপ, ফুল টাইম; মোহনবাগান ৫-০ বাংলাদেশ আর্মি
Image Credit source: TV9Bangla Graphics

Follow Us

কলকাতা: ঐতিহ্যের ডুরান্ড কাপ শুরু হল আজ। ১৩২তম ডুরান্ড কাপের (Durand Cup) উদ্বোধনী ম্যাচে এক পেশে জয় মোহনবাগানের। বাংলাদেশ আর্মিকে ৫-০ ব্যবধানে হারাল তারা। ম্যাচ শুরুর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশিষ্টজনেরা। দীর্ঘ ২৭ বছর পর ডুরান্ডে খেলছে বিদেশি দল। প্রথম দিনই মাঠে নামল বাংলাদেশ আর্মি ফুটবল টিম। গত মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। কলকাতা লিগে দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান জুনিয়র দল। ডুরান্ড কাপে সিনিয়র-জুনিয়র মিলিয়ে দল নামিয়েছে মোহনবাগান। এই টুর্নামেন্টের জন্য শক্তিশালী দল গড়েছে বাংলাদেশের আর্মি ফুটবল ক্লাব। সে দেশের ফেডারেশন কাপ জয়ী ঢাকা মহমেডান থেকে ৮ জন ফুটবলার লোনে এনেছে তারা। যদিও সে সব কাজে দিল না। তরুণ দল নিয়েও বাংলাদেশের টিমকে ৫ গোল দিল মোহনবাগান। ডুরান্ড কাপে মোহনবাগান বনাম বাংলাদেশ আর্মি ফুটবল টিম ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর এই লাইভ ব্লগে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 03 Aug 2023 07:52 PM (IST)

    সবুজ মেরুনের সুন্দর শুরু

    ডুরান্ড কাপের নতুন মরসুমে ৫-০ জয়ে শুরু করল মোহনবাগান। তরুণ দল নিয়েও দারুণ পারফরম্যান্স। ক্লিনশিট রেখে ভরসা দিল মোহনবাগানের রক্ষণ ভাগ। বিস্তারিত ম্যাচ রিপোর্ট : ডুরান্ডের উদ্বোধনী ম্যাচে ফাইভ স্টার মোহনবাগান

  • 03 Aug 2023 07:37 PM (IST)

    সুপার-সাব

    লিস্টন কোলাসোর শট, ফিরতি বলে গোল কিয়ান নাসিরির। পরিবর্ত হিসেবে নেমেছিলেন। পাঁচ মিনিট অ্যাডেড টাইম দেওয়া হল।


  • 03 Aug 2023 07:26 PM (IST)

    আলোকিত যুবভারতী

    ৪-০ এগিয়ে দল। মোহনবাগান সমর্থকরা উচ্ছ্বসিত। গ্যালারিতে জ্বলে উঠেছে হাজার হাজার মোবাইলের ফ্ল্যাশ লাইট।

  • 03 Aug 2023 07:12 PM (IST)

    সুহেল অসুস্থ

    অসুস্থতায় মাঠ ছাড়লেন মোহনবাগানের তরুণ তুর্কি সুহেল ভাট। প্রচণ্ড গরমের কারণে সমস্যায় পড়েছেন বলে মনে করা হচ্ছে।

  • 03 Aug 2023 07:06 PM (IST)

    আধডজন হবে!

    ম্যাচের ৫৮ মিনিটে মোহনবাগান এগিয়ে গেল ৪-০ ব্যবধানে। গোল করেন নামতে। গোলসংখ্যা বাড়তে পারে, মোহনবাগানের পারফরম্যান্সেই পরিষ্কার।

  • 03 Aug 2023 06:57 PM (IST)

    আরও একটা সুযোগ…

    দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ মোহনবাগানের দখলে। গোলের সুযোগও তৈরি হয়। টাইসন সিংয়ের শট সাইড নেটে লাগে।

  • 03 Aug 2023 06:35 PM (IST)

    লাল-কার্ড

    দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন বাংলাদেশ ফুটবল টিমের মিজানুর রহমান। তাঁকে লাল কার্ড দেখালেন রেফারি রাহুল গুপ্ত। অ্যাডেড টাইমের খেলা চলছে।

  • 03 Aug 2023 06:32 PM (IST)

    ৪ মিনিট

    প্রথমার্ধে ৪ মিনিট অ্যাডেড টাইম।

  • 03 Aug 2023 06:29 PM (IST)

    অনবদ্য গোল

    লিস্টন কোলাসোর অনবদ্য এগনো। প্রতিপক্ষ ডিফেন্ডারকে দারুণ ভাবে কাটালেন। বক্সে থাকা সুহেল ভাটের জন্য সেন্টার। তিনি বল ধরে গোলকিপারের ওপর দিয়ে চিপ করেন। যদিও বলে লাস্ট টাচ ছিল বাংলাদেশ আর্মি ফুটবল টিম ডিফেন্ডার মেহদি হাসানের। ম্যাচ রেফারি এটি আত্মঘাতী গোল দেন। ৩-০ এগিয়ে গেল মোহনবাগান। কলকাতা লিগে গোল করে রোনাল্ডোর স্টাইলে সিউউউউ সেলিব্রেশন করে থাকেন সুহেল ভাট। এখানেও সিউউউ সেলিব্রেশন দেখা গেল ৭ নম্বর জার্সির সুহেলের।

  • 03 Aug 2023 06:21 PM (IST)

    বাংলাদেশের চেষ্টা

    কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা বাংলাদেশ আর্মি ফুটবল টিমের। ১১ নম্বর জার্সির শাহরিয়র উইং দিয়ে উঠলেও লাভ হল না। দূর থেকেই শট নিলেন। ক্রস বারের অনেকটা ওপর দিয়ে।

  • 03 Aug 2023 06:15 PM (IST)

    পেনাল্টি পেল মোহনবাগান

    হামতেকে ফাউল করায় মোহনবাগান পেনাল্টি পেল। মনবীর সিং শট নেবেন। মনবীরের গোল ২-০ এগিয়ে গেল মোহনবাগান। ২৯ মিনিটে গোল মনবীরের।

  • 03 Aug 2023 06:05 PM (IST)

    এগিয়ে মোহনবাগান

    বেশ কিছুক্ষণ থেকেই গতিতে প্রতিপক্ষকে বিব্রত করছিল মোহনবাগান। গোলও এল। দুর্দান্ত বোঝাপড়ায় গোলের মুভ তৈরি হয়। বক্সের মধ্যে স্কোয়ার পাস, কোনও ভুল করেননি লিস্টন কোলাসো। ১৪ মিনিটে এগিয়ে দেন মোহনবাগানকে। ডুরান্ড কাপের ১৩২ তম সংস্করণের প্রথম গোল এল লিস্টন কোলাসোর পা থেকে।

  • 03 Aug 2023 05:57 PM (IST)

    গতিই প্লাস পয়েন্ট

    মোহনবাগানের তরুণ ফুটবলাররা গতিতে চাপে ফেলছেন বাংলাদেশ আর্মি ফুটবল ক্লাবকে। বল পজেশনে অনেকটাই এগিয়ে সবুজ মেরুন শিবির। বাংলাদেশ আর্মি একটি ইতিবাচক মুভ তৈরি করলেও বল হাতছাড়া হয়। মোহনবাগানের ইনডাইরেক্ট সেট পিস থেকে মনবীরের বাঁ পায়ের জমি ঘেসা শট বাংলাদেশ আর্মি টিমের গোলকিপার আটকে দিলেন। বাংলাদেশে মিজানুর হলুদ কার্ড দেখলেন।

  • 03 Aug 2023 05:50 PM (IST)

    মাত্র ২০!

    ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ আর্মি ফুটবল টিমের বিরুদ্ধে মোহনবাগান একাদশের গড় বয়স মাত্র ২০! অভিজ্ঞতায় অবশ্য তাঁরা পিছিয়ে নেই।

  • 03 Aug 2023 05:37 PM (IST)

    মাঠে দু-দলের ফুটবলাররা

    মাঠে ঢুকলেন মোহনবাগান ও বাংলাদেশ আর্মি টিমের ফুটবলাররা। মোহনবাগান আজ খেলছে সাদা-মেরুন জার্সিতে। দু-দলের ফুটবলারদের সঙ্গে মিলিত হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, জেনারেল মনোজ পান্ডে এবং আর্মির শীর্ষকর্তারা। গ্রুপ ছবি তোলা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে শট মেরে টুর্নামেন্টের উদ্বোধন করলেন।

  • 03 Aug 2023 05:36 PM (IST)

    টিম লাইন আপ

    জুনিয়র-সিনিয়র টিম মিলিয়ে ডুরান্ডের প্রথম ম্যাচের দল গড়েছে মোহনবাগান। দেখে নিন লাইন আপ-

     

  • 03 Aug 2023 05:32 PM (IST)

    ফেয়ার প্লে

    ইস্টার্ন রিজিয়ন, ডুরান্ড কাপ এবং ফিফা ফেয়ার প্লে পতাকা নিয়ে মাঠে বিহার রেজিমেন্টের সেনা। ফিফার থিম সং শুরু।

  • 03 Aug 2023 05:27 PM (IST)

    ডুরান্ডের থিম সং

    অরিজিৎ সিং এবং অন্যান্য শিল্পীরা গেয়েছেন এ বারের ডুরান্ড কাপের থিম সং জিগরা হ্যায়। ভিডিয়োতে রয়েছেন বলিউড তারকা বিকি কৌশল। যুবভারতীর জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে সেই ভিডিয়ো। গ্যালারিতে দর্শকরা সেই তালে মেতেছেন।

  • 03 Aug 2023 05:25 PM (IST)

    হাম হ্যায় হিন্দুস্তানি

    ভারতবর্ষ মানেই বৈচিত্র। তারই প্রদর্শন চলছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। সুনো গউর সে দুনিয়াবালো গানের তালে, ভারত বর্ষের বৈচিত্র, নানা সংস্কৃতি তুলে ধরা হচ্ছে।

  • 03 Aug 2023 05:22 PM (IST)

    শুরু উদ্বোধনী অনুষ্ঠান

    শুরু হয়ে গেল ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠান। ভারতীয় সেনার তরফে বিশেষ পারফরম্যান্স চলছে। কালারিপায়াতু প্রদর্শন করলেন তারা।

  • 03 Aug 2023 05:20 PM (IST)

    পরিসংখ্যান

    ভারতীয় ক্লাবের মধ্যে প্রথম বার ডুরান্ড কাপ জেতে মহমডান স্পোর্টিং। সেই প্রথম জয় স্বাধীনতারও আগে। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। দু-দলই ১৬ বার করে জিতেছে। গত বারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি।

  • 03 Aug 2023 05:05 PM (IST)

    উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা

    যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৩২ তম ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং সেনার শীর্ষস্থানীয় কর্তারাও উপস্থিত ডুরান্ডের উদ্বোধনে। প্রথম ম্যাচে মাঠে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ বাংলাদেশ আর্মি।

  • 03 Aug 2023 04:49 PM (IST)

    গ্রুপ এ-র ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু আজ

    আজ শুরু ডুরান্ড কাপ। গ্রুপ -এর প্রথম ম্যাচে নামছে মোহনবাগান ও বাংলাদেশ আর্মি। একই গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল, পঞ্জাব ফুটবল ক্লাবও।

  • 03 Aug 2023 04:34 PM (IST)

    স্টেডিয়ামে পৌঁছলেন প্রধান অতিথি

    ঐতিহ্যের ডুরান্ড কাপ শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান ও বাংলাদেশ আর্মি ফুটবল টিম। ম্যাচ শুরুর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। প্রধান অতিথি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী।