কলকাতা: চলছে ঐতিহ্যের ডুরান্ড কাপ। তিন প্রধানই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। মোহনবাগান এ দিন দ্বিতীয় ম্যাচে নেমেছিল। প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মি ফুটবল টিমকে ৫-০ ব্যবধানে হারিয়ে যাত্রা শুরু করেছিল মোহনবাগান। আজ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের প্রতিপক্ষ ছিল পঞ্জাব এফসি। সদ্য ইন্ডিয়ান সুপার লিগে খেলার ছাড়পত্র অর্জন করেছে পঞ্জাব এফসি। দক্ষ কয়েকজন বিদেশিও রয়েছে। তাদের বিরুদ্ধে শক্তিশালী দলই নামাল মোহনবাগান। শনিবার ডার্বি। তার আগে টানা দ্বিতীয় ম্যাচে জিতল মোহনবাগান। পঞ্জাব এফসিকে ২-০ ব্যবধানে হারাল সবুজ মেরুন। ডুরান্ড কাপে মোহনবাগান বনাম পঞ্জাব এফসি ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
ডুরান্ডে দারুণ শুরু হয়েছিল। জয়ের ধারা বজায় থাকল। ক্লিনশিট রেখে টানা দ্বিতীয় জয় মোহনবাগানের। বিস্তারিত পড়ুন : সতর্ক ফুটবল, ডার্বির আগে টানা দ্বিতীয় জয় মোহনবাগানের
কিশোর ভারতী স্টেডিয়ামের গ্যালারিতে মোহনবাগান সমর্থকদের মোবাইলের ফ্লাশ লাইটে তারার মেলা।
গোলের পরিস্থিতি তৈরি করেছিল পঞ্জাব এফসি। তবে মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথের অনবদ্য সেভ।
লিস্টন ও সদ্য নামা পেত্রাতোস ওয়াল খেলেন। বক্সের বাঁ- দিকে এগিয়ে যান লিস্টন। সেন্টার তোলেন তিনি। পঞ্জাব এফসি গোলকিপার ফ্লাইট মিস করেন, গ্লাভসে সামান্য লেগে বক্সেই বল পড়ে। প্রস্তুত ছিলেন হুগো বোমাস। রিটার্ন বলে গোল বোমাসের। ৪৮ মিনিটে ২-০ এগিয়ে গেল মোহনবাগান।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। দু-দলই একটি করে পরিবর্তন করল। সুহেল ভাটের জায়গায় মাঠে দিমিত্রি পেত্রাতোস।
মোহনবাগান বনাম পঞ্জাব এফসি প্রথমার্ধ শেষ। মেলরয়ের আত্মঘাতী গোলে ১-০ এগিয়ে মোহনবাগান। বৃষ্টির কারণে বেশ সমস্যায় ফুটবলাররা। মোহনবাগানের পরের ম্যাচ ডার্বি। সে কারণেই আরও সতর্ক হয়ে খেলতে হচ্ছে।
প্রথমার্ধ শেষের পথে। ২ মিনিট অ্যাডেড টাইম দেওয়া হল।
সাইডলাইনে প্রস্তুত হচ্ছেন দিমিত্রি পেত্রাতোস। খুব তাড়াতাড়িই হয়তো নামানো হবে তাঁকে। ডার্বির আগে ম্যাচ প্র্যাক্টিস দেওয়াই লক্ষ্য।
ম্যাচের ২২ মিনিটে বক্সের ডান দিক থেকে মনবীরের শট। এগোচ্ছিলেন সুহেল ভাট। বল ক্লিয়ার করতে গিয়ে তাড়াহুড়োয় নিজেদের জালেই বল জড়ান মেলরয়।
শনিবার বড় ম্যাচ। তার আগে মোহনবাগানের খেলা দেখতে কিশোর ভারতীতে হাজির ইস্টবেঙ্গলের কোচিং টিম। পড়ুন বিস্তারিত: ডার্বির হোমওয়ার্ক! মোহনবাগান ম্যাচে হাজির ইস্টবেঙ্গলের কোচিং টিম
মোহনবাগানের বিরুদ্ধে ডুরান্ড কাপের ম্যাচের প্রথম একাদশ ঘোষণা পঞ্জাব এফসির। রয়েছেন মহম্মদ সালাহ।
Here’s our Starting XI for #MBSGPFC ?⚽#IndianOilDurandCup #PFC #PunjabDaJosh pic.twitter.com/uxKzweg9vI
— Punjab FC (@RGPunjabFC) August 7, 2023
পঞ্জাব এফসির বিরুদ্ধে লাইন আপ ঘোষণা মোহনবাগানের। অভিষেক হচ্ছে তরুণ সেন্টারব্যাক আনোয়ার আলির।
Club debut for Anwar Ali as head coach Juan Ferrando names the line up! ?♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/np5EUONXa5
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 7, 2023
ডুরান্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। ইতিমধ্যেই মাঠে পৌঁছে গিয়েছেন মোহনবাগান ফুটবলাররা। রয়েছেন হেড কোচ হুয়ান ফেরান্দো।
Arrival at KBK! ?#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/bGExztYl9P
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 7, 2023