Mohun Bagan vs Punjab FC Highlights: ডুরান্ড কাপ, ফুলটাইম; মোহনবাগান ২-০ পঞ্জাব এফসি

Aug 07, 2023 | 8:29 PM

Durand Cup 2023 Live Score Updates : ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম পঞ্জাব এফসি (Mohun Bagan vs Punjab FC) ম্যাচের লাইভ স্কোর ও পুঙ্খানুপুঙ্খ আপডেট এই ব্লগে।

Mohun Bagan vs Punjab FC Highlights: ডুরান্ড কাপ, ফুলটাইম; মোহনবাগান ২-০ পঞ্জাব এফসি
Image Credit source: TV9Bangla Graphics

Follow Us

কলকাতা: চলছে ঐতিহ্যের ডুরান্ড কাপ। তিন প্রধানই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। মোহনবাগান এ দিন দ্বিতীয় ম্যাচে নেমেছিল। প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মি ফুটবল টিমকে ৫-০ ব্যবধানে হারিয়ে যাত্রা শুরু করেছিল মোহনবাগান। আজ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের প্রতিপক্ষ ছিল পঞ্জাব এফসি। সদ্য ইন্ডিয়ান সুপার লিগে খেলার ছাড়পত্র অর্জন করেছে পঞ্জাব এফসি। দক্ষ কয়েকজন বিদেশিও রয়েছে। তাদের বিরুদ্ধে শক্তিশালী দলই নামাল মোহনবাগান। শনিবার ডার্বি। তার আগে টানা দ্বিতীয় ম্যাচে জিতল মোহনবাগান। পঞ্জাব এফসিকে ২-০ ব্যবধানে হারাল সবুজ মেরুন। ডুরান্ড কাপে মোহনবাগান বনাম পঞ্জাব এফসি ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর এই লাইভ ব্লগে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 07 Aug 2023 07:57 PM (IST)

    টানা দ্বিতীয় জয়

    ডুরান্ডে দারুণ শুরু হয়েছিল। জয়ের ধারা বজায় থাকল। ক্লিনশিট রেখে টানা দ্বিতীয় জয় মোহনবাগানের। বিস্তারিত পড়ুন : সতর্ক ফুটবল, ডার্বির আগে টানা দ্বিতীয় জয় মোহনবাগানের

  • 07 Aug 2023 07:33 PM (IST)

    তারার মেলা

    কিশোর ভারতী স্টেডিয়ামের গ্যালারিতে মোহনবাগান সমর্থকদের মোবাইলের ফ্লাশ লাইটে তারার মেলা।


  • 07 Aug 2023 07:14 PM (IST)

    বিশাল-স্বস্তি

    গোলের পরিস্থিতি তৈরি করেছিল পঞ্জাব এফসি। তবে মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথের অনবদ্য সেভ।

  • 07 Aug 2023 07:08 PM (IST)

    দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল

    লিস্টন ও সদ্য নামা পেত্রাতোস ওয়াল খেলেন। বক্সের বাঁ- দিকে এগিয়ে যান লিস্টন। সেন্টার তোলেন তিনি। পঞ্জাব এফসি গোলকিপার ফ্লাইট মিস করেন, গ্লাভসে সামান্য লেগে বক্সেই বল পড়ে। প্রস্তুত ছিলেন হুগো বোমাস। রিটার্ন বলে গোল বোমাসের। ৪৮ মিনিটে ২-০ এগিয়ে গেল মোহনবাগান।

  • 07 Aug 2023 07:03 PM (IST)

    সুহেলের জায়গায় দিমিত্রি

    দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। দু-দলই একটি করে পরিবর্তন করল। সুহেল ভাটের জায়গায় মাঠে দিমিত্রি পেত্রাতোস।

  • 07 Aug 2023 06:50 PM (IST)

    বৃষ্টি-সমস্যা

    মোহনবাগান বনাম পঞ্জাব এফসি প্রথমার্ধ শেষ। মেলরয়ের আত্মঘাতী গোলে ১-০ এগিয়ে মোহনবাগান। বৃষ্টির কারণে বেশ সমস্যায় ফুটবলাররা। মোহনবাগানের পরের ম্যাচ ডার্বি। সে কারণেই আরও সতর্ক হয়ে খেলতে হচ্ছে।

  • 07 Aug 2023 06:45 PM (IST)

    ২ মিনিট

    প্রথমার্ধ শেষের পথে। ২ মিনিট অ্যাডেড টাইম দেওয়া হল।

  • 07 Aug 2023 06:40 PM (IST)

    পেত্রাতোস নামার অপেক্ষায়

    সাইডলাইনে প্রস্তুত হচ্ছেন দিমিত্রি পেত্রাতোস। খুব তাড়াতাড়িই হয়তো নামানো হবে তাঁকে। ডার্বির আগে ম্যাচ প্র্যাক্টিস দেওয়াই লক্ষ্য।

  • 07 Aug 2023 06:30 PM (IST)

    এগিয়ে গেল মোহনবাগান

    ম্যাচের ২২ মিনিটে বক্সের ডান দিক থেকে মনবীরের শট। এগোচ্ছিলেন সুহেল ভাট। বল ক্লিয়ার করতে গিয়ে তাড়াহুড়োয় নিজেদের জালেই বল জড়ান মেলরয়।

  • 07 Aug 2023 05:59 PM (IST)

    মিশন ডার্বি

    শনিবার বড় ম্যাচ। তার আগে মোহনবাগানের খেলা দেখতে কিশোর ভারতীতে হাজির ইস্টবেঙ্গলের কোচিং টিম। পড়ুন বিস্তারিত: ডার্বির হোমওয়ার্ক! মোহনবাগান ম্যাচে হাজির ইস্টবেঙ্গলের কোচিং টিম

  • 07 Aug 2023 05:40 PM (IST)

    পঞ্জাবের প্রথম একাদশে মো সালাহ

    মোহনবাগানের বিরুদ্ধে ডুরান্ড কাপের ম্যাচের প্রথম একাদশ ঘোষণা পঞ্জাব এফসির। রয়েছেন মহম্মদ সালাহ।

     

  • 07 Aug 2023 05:29 PM (IST)

    আনোয়ারের অভিষেক

    পঞ্জাব এফসির বিরুদ্ধে লাইন আপ ঘোষণা মোহনবাগানের। অভিষেক হচ্ছে তরুণ সেন্টারব্যাক আনোয়ার আলির।

     

  • 07 Aug 2023 05:16 PM (IST)

    প্রস্তুত মোহনবাগান

    ডুরান্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। ইতিমধ্যেই মাঠে পৌঁছে গিয়েছেন মোহনবাগান ফুটবলাররা। রয়েছেন হেড কোচ হুয়ান ফেরান্দো।