Pritam Kotal-Prabir Das: চেনা যুবভারতী, পুরনো দলই প্রতিপক্ষ; কী বলছেন মোহনবাগানের প্রাক্তনী?

Dec 27, 2023 | 10:30 AM

Mohun Bagan Super Giant vs Kerala Blasters: এ মরসুমেই কেরালা ব্লাস্টার্সে 'যেতে হয়েছে' প্রীতম কোটালকে। অনেক সময় প্লেয়ারদের ইচ্ছে থাকলেও ম্যানেজমেন্টের সিদ্ধান্তের কাছে হার মানতে হয়। প্রীতম মোহনবাগানে থাকতে চাইলেও টিম ম্যানেজমেন্ট চায়নি। কেরালা ব্লাস্টার্স থেকে সাহাল আব্দুল সামাদকে নিতে প্রীতমকে ছেড়েছিল মোহনবাগান। ব্লাস্টার্সে অনবদ্য় পারফর্ম করছেন দেশের অন্যতম সেরা ডিফেন্ডার প্রীতম কোটাল।

Pritam Kotal-Prabir Das: চেনা যুবভারতী, পুরনো দলই প্রতিপক্ষ; কী বলছেন মোহনবাগানের প্রাক্তনী?
Image Credit source: X

Follow Us

কলকাতা: একটা সময় সবুজ মেরুন জার্সিতে দাপট দেখিয়েছেন। ডার্বিতে নায়ক হয়ে উঠেছে। সবুজ মেরুন জার্সিতে ট্রফিও জিতেছেন। এ বার সেই প্রিয় দলের বিরুদ্ধেই যুবভারতী ক্রীড়াঙ্গনে নামতে হবে। কথা হচ্ছে প্রীতম কোটাল ও প্রবীর দাসকে নিয়ে। একটা সময় মোহনবাগানের ম্যাচ মানেই যুবভারতীর সমর্থন থাকতো এই দু-জনের জন্য। মোহনবাগানকে নেতৃত্বও দিয়েছেন প্রীতম। আজ যুবভারতীতে দু-জনেই নামবেন প্রতিপক্ষ হিসেবে। গ্যালারিও কি আবেগে ভাসবে না এই দুই ‘প্রাক্তন’-এর জন্য? আবেগের ম্যাচে নামার আগে বাঙালি ডিফেন্ডারই বা কী বলছেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এ মরসুমেই কেরালা ব্লাস্টার্সে ‘যেতে হয়েছে’ প্রীতম কোটালকে। অনেক সময় প্লেয়ারদের ইচ্ছে থাকলেও ম্যানেজমেন্টের সিদ্ধান্তের কাছে হার মানতে হয়। প্রীতম মোহনবাগানে থাকতে চাইলেও টিম ম্যানেজমেন্ট চায়নি। কেরালা ব্লাস্টার্স থেকে সাহাল আব্দুল সামাদকে নিতে প্রীতমকে ছেড়েছিল মোহনবাগান। ব্লাস্টার্সে অনবদ্য পারফর্ম করছেন দেশের অন্যতম সেরা ডিফেন্ডার প্রীতম কোটাল। প্রবীর দাস অবশ্য তাঁর এক মরসুম আগেই মোহনবাগান থেকে বেঙ্গালুরু এফসিতে গিয়েছিলেন। সেখান থেকে এ মরসুমে কেরালা ব্লাস্টার্সে যোগ দিয়েছেন। দল অন্য, তবে আবারও প্রীতম-প্রবীরের সেই জুটি ভরসা দিচ্ছে।

‘ঘরের মাঠে’ মোহনবাগানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামার আগে কেরালা ব্লাস্টার্সের বাঙালি ডিফেন্ডার প্রবীর দাস বলছেন, ‘মোহনবাগান আমার প্রাক্তন ক্লাব। ওদের শ্রদ্ধা করি। এই মুহূর্তে মোহনবাগান আরও বেশি বিপজ্জনক প্রতিপক্ষ। কারণ, ওরা শেষ দুটো ম্যাচ হেরেছে। আমাদের বিরুদ্ধে জিততে মরিয়া থাকবে। আমাদেরও পরিকল্পনা তৈরি। দেখা যাক, মাঠে কী হয়।’