আইএসএলে টানা ৩ ম্যাচে হার বেঙ্গালুরুর

sushovan mukherjee |

Jan 06, 2021 | 11:29 AM

আইএসএলে দুরন্ত ছন্দে মু্ম্বই সিটি এফসি। টানা ৮ ম্যাচে অপরাজিত তারা। বেঙ্গালুরু এফসিকে ৩-১ গোলে হারিয়ে ফের আইএসএলের শীর্ষে চলে এল সার্জিও লোবেরোর দল। আইএসএলে প্রথমবার টানা ৩ ম্যাচে হারলেন সুনীল ছেত্রীরা।

1 / 5
এটিকে মোহনবাগানকে সরিয়ে ফের আইএসএলের শীর্ষে মুম্বই সিটি এফসি।

এটিকে মোহনবাগানকে সরিয়ে ফের আইএসএলের শীর্ষে মুম্বই সিটি এফসি।

2 / 5
১৫ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় মু্ম্বই।

১৫ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় মু্ম্বই।

3 / 5
ফল আর বিপিন সিং গোল করে এগিয়ে দেন মুম্বইকে।

ফল আর বিপিন সিং গোল করে এগিয়ে দেন মুম্বইকে।

4 / 5
মঙ্গলবার মুম্বইয়ের কাছে ১-৩ গোলে হারেন সুনীলরা। টানা তিন ম্যাচে হারের মুখ দেখতে হয় বেঙ্গালুরু এফ সিকে

মঙ্গলবার মুম্বইয়ের কাছে ১-৩ গোলে হারেন সুনীলরা। টানা তিন ম্যাচে হারের মুখ দেখতে হয় বেঙ্গালুরু এফ সিকে

5 / 5
ওগবেচের গোলে জয় নিশ্চিত করে মুম্বই সিটি এফসি।

ওগবেচের গোলে জয় নিশ্চিত করে মুম্বই সিটি এফসি।

Next Photo Gallery