FIFA World Cup 2026: ১৯ জুলাইয়ের জন্য তৈরি? আসুন আলাপ করিয়ে দিই বিশ্বকাপের ফাইনাল স্টেডিয়ামের সঙ্গে

২০২৬ সালের ফিফা (FIFA) বিশ্বকাপ হতে চলেছে সবচেয়ে বড়। কারণ এই প্রথম বার ফিফা বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে। সবমিলিয়ে হবে ১০৪টি ম্যাচ। ২০২৬ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচ হবে মেক্সিকোতে। আজতেকা স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। আর ফাইনাল ম্যাচ হবে হাডসন নদীর তীরে তৈরি মেটলাইফ স্টেডিয়ামে (MetLife Stadium)।

FIFA World Cup 2026: ১৯ জুলাইয়ের জন্য তৈরি? আসুন আলাপ করিয়ে দিই বিশ্বকাপের ফাইনাল স্টেডিয়ামের সঙ্গে
১৯ জুলাইয়ের জন্য তৈরি? আসুন আলাপ করিয়ে দিই বিশ্বকাপের ফাইনাল স্টেডিয়ামের সঙ্গে
Follow Us:
| Updated on: Feb 06, 2024 | 8:00 AM

কলকাতা: এক, দুই নয় তিন দেশে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026)। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে বছর দুয়েক পর ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এবং ফাইনাল হবে ১৯ জুলাই। মোট ৩৯ দিন ধরে চলছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। ২০২৬ সালের ফিফা (FIFA) বিশ্বকাপ হতে চলেছে সবচেয়ে বড়। কারণ এই প্রথম বার ফিফা বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে। সবমিলিয়ে হবে ১০৪টি ম্যাচ। ২০২৬ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচ হবে মেক্সিকোতে। আজতেকা স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। আর ফাইনাল ম্যাচ হবে হাডসন নদীর তীরে তৈরি মেটলাইফ স্টেডিয়ামে (MetLife Stadium)

আসুন আপনাদের আলাপ করিয়ে দিই ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের স্টেডিয়ামের সঙ্গে…

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল কবে হবে – ১৯ জুলাই

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ কোথায় হবে – নিউ ইয়র্ক, নিউ জার্সিতে

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল হবে কোন স্টেডিয়ামে – মেটলাইফ স্টেডিয়ামে

নিউ জার্সির হাডসন নদীর তীরে তৈরি হয়েছে মেটলাইফ স্টেডিয়াম। এই স্টোডিয়ামের আসন সংখ্যা ৮২,৫০০টি। ২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনাল এই স্টেডিয়ামে হয়েছিল। ম্যানহাটন থেকে ১০ মাইল দূরে অবস্থিত মেটলাইফ স্টেডিয়াম। ওই স্টেডিয়ামটি মেডোল্যান্ডস জলাভূমিতে নির্মিত হয়েছিল।

২০২৬ সালের ১১ জুন থেকে ২৭ জুন অবধি গ্রুপ পর্বের লড়াই হবে। তারপর ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হবে রাউন্ড অব ৩২ এর ম্যাচ। ৪ থেকে ৭ জুলাই হবে শেষ-১৬-র ম্যাচগুলি। এরপর কোয়ার্টার ফাইনাল হবে ৯ থেকে ১১ জুলাই। কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলি হবে লস অ্যাঞ্জেলিস, কানসাস সিটি, মায়ামি ও বস্টনে। ১৪ ও ১৫ জুলাই যথাক্রমে ডালাস ও আটলান্টায় হবে দুটো সেমিফাইনাল। ১৮ জুলাই মায়ামিতে তৃতীয় স্থান অধিকারী দলের ম্যাচ। আর ১৯ জুলাই হবে সব লড়াই পেরিয়ে ২টো সেরা দলের মধ্যে এক দলের ট্রফি ঘরে তোলার পালা। নিউজার্সিতে হবে মেগা ম্যাচ।