NEUFC vs EB and MBSG vs HYD Highlights: ইস্টবেঙ্গলের হার, মোহনবাগানের জয়; দুই ম্যাচের আপডেট এই লিঙ্কে

Feb 10, 2024 | 10:23 PM

ISL 2024, East Bengal and Mohun Bagan Live Score Updates: ইন্ডিয়ান সুপার লিগে আজ অ্যাওয়ে ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। তাদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। ঘরের মাঠে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান। আইএসএলের দশম সংস্করণে আজ ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan) ম্যাচের লাইভ স্কোর ও পুঙ্খানুপুঙ্খ আপডেট এই ব্লগে।

NEUFC vs EB and MBSG vs HYD Highlights: ইস্টবেঙ্গলের হার, মোহনবাগানের জয়; দুই ম্যাচের আপডেট এই লিঙ্কে
Image Credit source: TV9 Bangla Graphics

Follow Us

কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে আজ ছিল ডাবল হেডার। দুই ভেনুতে কলকাতার দুই প্রধান। এক দিকে হতাশা, অন্য দিকে আনন্দ। দিনের প্রথম ম্যাচে গুয়াহাটিতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল। শুরুতেই ০-২ পিছিয়ে পড়ে তারা। দ্বিতীয়ার্ধে মরিয়া লড়াই করলেও নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে ২-৩ ব্যবধানে হার ইস্টবেঙ্গলের। প্রাপ্তি নতুন বিদেশি ফেলিসিও ব্রাউনের গোল। অল্প সময়ে নজর কাড়লেন বার্সেলোনায় মেসির সতীর্থ ভিক্টর ভাসকেজ। দিনের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে হায়দরাবাদ এফসিকে ২-০ ব্যবধানে হারাল মোহনবাগান। পয়েন্ট টেবলে সকলের শেষে হায়দরাবাদ। তাদের বিরুদ্ধে একঝাঁক সুযোগ তৈরি করলেও স্কোরলাইন বাড়ল না মোহনবাগানের। ইস্টবেঙ্গল ও মোহনবাগান ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর এই লাইভ ব্লগে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 10 Feb 2024 09:51 PM (IST)

    MBSG vs HYD: ম্যাচ রিপোর্ট

    মোহনবাগান সব মিলিয়ে ১৩টি শট নিয়েছে। এর মধ্যে ১০টি সেভ করেছেন হায়দরাবাদ এফসির তরুণ গোলরক্ষক গুরমীত সিং। সে কারণেই কি হাসি ফুটল না হাবাসের? বিস্তারিত পড়ুন: মোহনবাগান জয়ে ফিরলেও হাসি ফিরল না হাবাসের!

  • 10 Feb 2024 08:52 PM (IST)

    MBSG vs HYD: পরিবর্ত হিসেবে নামলেন কাউকো

    মোহনবাগানে দ্বিতীয় ইনিংস! সাহাল আব্দুল সামাদের জায়গায় মাঠে জনি কাউকো। গ্যালারিতে বিরাট চিৎকার। মোহনবাগান মাঝমাঠ এ বার আরও বিধ্বংসী হয়ে উঠবে, বলাই যায়।


  • 10 Feb 2024 08:20 PM (IST)

    MBSG vs HYD: অবশেষে রক্ষণ ভাঙল

    শুরু থেকে লাগাতার আক্রমণ করে চলেছে মোহনবাগান। ১৩ মিনিটে গোলের পর অপেক্ষা করতে হল প্রথমার্ধের অ্যাডেড টাইমের জন্য। মাঝে একঝাঁক সুযোগ তৈরি হয়েছে। মোহনবাগানের দ্বিতীয় গোল জেসন কামিংসের। ধারাবাহিক ব্যর্থতায় স্ক্যানারে ছিলেন কামিংস। মনবীরের পাসে গোল। কিছুটা স্বস্তি কামিংসের।

  • 10 Feb 2024 07:47 PM (IST)

    MBSG vs HYD: ১৩ মিনিটেই লিড

    দুর্দান্ত একটা গোলের সুযোগ নষ্ট জেসন কামিংসের। যদিও সেই মুভেই কর্নার পায় মোহনবাগান। পেত্রাতোসের কর্নার কিক মনবীর হেড করেন। গোললাইন সেভের চেষ্টা করলেও সেখানে ছিলেন অনিরুদ্ধ থাপা। ৭ নম্বর জার্সির গোলেই এগিয়ে গেল মোহনবাগান।

  • 10 Feb 2024 07:25 PM (IST)

    MBSG vs HYD: মোহনবাগানের লাইন আপ

    ডার্বির ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে নামছে মোহনবাগান। দেখে নিন লাইন আপ:

  • 10 Feb 2024 07:24 PM (IST)

    MBSG vs HYD: রিজার্ভে কাউকো

    হায়দরাবাদ ম্যাচের আগেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান। পড়ুন বিস্তারিত: শৃঙ্খলাভঙ্গের ‘শিক্ষা’! বোমাসকে ছেঁটে ফেলল মোহনবাগান

  • 10 Feb 2024 07:14 PM (IST)

    MBSG vs HYD: মোহনবাগানের হোম ম্যাচ

    অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গলের হার। সন্ধ্যা ৭.৩০ তে শুরু মোহনবাগানের ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ মেরুনের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। নজরে এ বার সবুজ মেরুনের ম্যাচ। কী পরিস্থিতি, পড়ুন বিস্তারিত ম্যাচ প্রিভিউ: ঘরের মাঠে আজ সু-সময় ফেরাতে মরিয়া মোহনবাগান

  • 10 Feb 2024 07:10 PM (IST)

    NUFC vs EB: ম্যাচ রিপোর্ট

    ডার্বিতে ড্রয়ের পর অ্যাওয়ে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হার ইস্টবেঙ্গলের। এরপর ঘরের মাঠে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে লাল-হলুদের। তার আগে এ দিন দুই বিদেশির অভিষেক এবং ফেলিসিও ব্রাউনের গোল যেন স্বস্তি বাড়াবে। যদিও মুম্বইয়ের বিরুদ্ধে পাওয়া যাবে না ক্যাপ্টেন ক্লেটন সিলভাকে। কার্ড সমস্যায় নেই তিনি। নর্থ ইস্ট ইউনাইটেড বনাম ইস্টবেঙ্গল ম্যাচের বিস্তারিত পড়ুন: সব এনার্জি ডার্বিতেই খরচ! অ্যাওয়ে ম্যাচে হার ইস্টবেঙ্গলের

  • 10 Feb 2024 06:36 PM (IST)

    NUFC vs EB: জোড়া অভিষেক

    ভিক্টরের আগেই অভিষেক ফেলিসিও ব্রাউনের। সায়ন ব্যানার্জির পরিবর্তে নামানো হয় ফেলিসিওকে। যদিও ইস্টবেঙ্গল ১-৩ ব্যবধানে পিছিয়ে পড়ায় চাপ। অবশেষে ৭৬ মিনিটে অজয় ছেত্রীর জায়গায় নামানো হল ভিক্টর ভাসকেজকে।

  • 10 Feb 2024 06:27 PM (IST)

    NUFC vs EB: জোড়া গোল

    ৬৭ মিনিটে ফের গোল নর্থ ইস্ট ইউনাইটেডের। যাও বা ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল, সেটাও যেন হারিয়ে গেল। ডান পায়ের বাঁক খাওয়া শটে ইস্টবেঙ্গল গোলে বল জড়ালেন অস্ট্রেলিয়া টমি ইউরিচ। ম্যাচে তাঁর দ্বিতীয় গোল।

  • 10 Feb 2024 06:16 PM (IST)

    NUFC vs EB: ব্যবধান কমল

    অবশেষে ব্যবধান কমল। জোড়া পরিবর্তনের পরই সাফল্য। বিষ্ণুর পাস ক্যাপ্টেন ক্লেটনকে। তাঁর পাস নন্দকুমারকে। ক্যাপ্টেনের পাস থেকে ৫৩ মিনিটে ইস্টবেঙ্গলের ব্যবধান কমালেন নন্দকুমার।

  • 10 Feb 2024 06:09 PM (IST)

    NUFC vs EB: ওয়ার্ম আপে ভিক্টর

    দ্বিতীয়ার্ধে জোড়া পরিবর্তন কার্লেস কুয়াদ্রাতের। পারদো ও নীশুর পরিবর্তে বিষ্ণু এবং মন্দার রাও দেশাই। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের মাত্র দুই বিদেশি। ওয়ার্ম আপ করছেন ভিক্টর। খুব তাড়াতাড়িই হয়তো তাঁকে নামানো হবে।

  • 10 Feb 2024 05:53 PM (IST)

    NUFC vs EB: হতাশার প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধে ‘ভিক্টর-ই’

    ম্যাচ শুরুর মাত্র ৪ মিনিটেই গোল হজম। ডিফেন্স গুছিয়ে নেওয়ার আগেই ১৫ মিনিটে ফের গোল। বল পজেশনে অনেকটাই পিছিয়ে ইস্টবেঙ্গল। প্রথমার্ধে সেই অর্থে ইস্টবেঙ্গল কোনও সুযোগই তৈরি করতে পারেনি। তার উপর ক্লেটন সিলভার কার্ড আরও চাপে ফেলল ইস্টবেঙ্গলকে। পরের ম্যাচে পাওয়া যাবে না ক্লেটন সিলভাকে। ০-২ পিছিয়ে বিরতিতে লাল-হলুদ। ঘুরে দাঁড়াতে দ্বিতীয়ার্ধে নামানো হতে পারে ভিক্টর ভাসকেজকে।

  • 10 Feb 2024 05:25 PM (IST)

    NUFC vs EB: হলুদ কার্ড, পরের ম্যাচে নেই ক্যাপ্টেন

    ফাউলের আবেদন করেছিলেন ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেটন সিলভা। রেফারি দেননি। মেজাজ হারান ক্লেটন। রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখলেন ক্লেটন। পরের ম্যাচে তাঁকে পাবে না ইস্টবেঙ্গল।

  • 10 Feb 2024 05:21 PM (IST)

    NUFC vs EB: সমস্যা মিডফিল্ড

    কার্ড সমস্যায় এই ম্যাচেও নেই ইস্টবেঙ্গল মাঝমাঠের ভরসা সৌভিক চক্রবর্তী। চোটের কারণে নেই সাউল ক্রেসপো। অজয় ছেত্রী ও সায়ন ব্যানার্জির মতো দুই তরুণ খাবি খাচ্ছেন। বল পজেশন নিয়ে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় ইস্টবেঙ্গল।

  • 10 Feb 2024 05:18 PM (IST)

    NUFC vs EB: ফের গোল

    ম্যাচের ১৫ মিনিটে ২ গোলে এগিয়ে গেল নর্থ ইস্ট! ১৫ মিনিটে রিডিম বল নিয়ে উঠছিলেন। ইস্টবেঙ্গল বল পজেশন হারিয়ে চাপে পড়ে। উইথ দ্যে বল রিডিমের দৌড় থামাতে পারেনি ইস্টবেঙ্গল ডিফেন্স। তারাই পিছিয়ে পড়ে। চূড়ান্ত মুহূর্তে বাঁ দিকে বল বাড়ান রিডিম। সাজানো বল জালে পাঠাতে ভুল করেননি নেস্টর। এখান থেকে গোল করাটাই স্বাভাবিক ছিল।

  • 10 Feb 2024 05:07 PM (IST)

    NUFC vs EB: চার মিনিটেই এগিয়ে নর্থ ইস্ট

    কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল ইস্টবেঙ্গলের ডিফেন্স নিয়ে। সেই ডিফেন্সই যেন প্রশ্ন তুলল। এই প্রথম আইএসএলের ম্যাচে শুরু থেকে খেলছেন নর্থ ইস্টের বিদেশি টম ইউরিচ। নেমেই গোল। টুর্নামেন্টে তাঁর প্রথম গোল। এতে ভূমিকা রয়েছে জীতেন এবং নেস্টরের। বল নিয়ে উঠছিলেন জীতেন। শেষ মুহূর্তে নেস্টরকে রিলিজ করেন। নেস্টরের পাসে টোকা দিয়ে গোল অস্ট্রেলিয়ার টমি ইউরিচের।

  • 10 Feb 2024 05:03 PM (IST)

    NUFC vs EB: পাঁচটি ক্লিনশিট

    ইস্টবেঙ্গলের ডিফেন্স এ বারের আইএসএলে অন্যতম সেরা! পরিসংখ্যান তাই বলছে। পাঁচটি ম্যাচে ক্লিনশিট রেখেছে ইস্টবেঙ্গল। হিজাজি মাহের, নীশু কুমারদের এর জন্য বাড়তি কৃতিত্ব দিতেই হয়। ইস্টবেঙ্গলের ডিফেন্স টুর্নামেন্টের দ্বিতীয় সেরা।

  • 10 Feb 2024 04:37 PM (IST)

    NUFC vs EB: শুরুতে নেই পার্থিব

    ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শুরু থেকে নেই পার্থিব গগৈ। এ মরসুমে নজর কেড়েছেন পার্থিব। দেখে নিন নর্থ ইস্ট ইউনাইটেডের লাইন আপ:

  • 10 Feb 2024 04:29 PM (IST)

    NUFC vs EB: ম্যাচ প্রিভিউ

    আরও প্রায় আধঘণ্টা। তার আগে দেখে নিন দু-দলের পরিস্থিতি। বিস্তারিত পড়ুন: ইস্টবেঙ্গলে আজ ‘মেসির’ ছোঁয়া! কুয়াদ্রাতের নজরে অ্যাকশন রিপ্লে

  • 10 Feb 2024 04:22 PM (IST)

    NUFC vs EB: মেসির সতীর্থর ডেবিউ!

    নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। লাইন আপ ঘোষণা করেছে লাল-হলুদ। রিজার্ভে রয়েছেন ভিক্টর ভাসকেজ। লা মাসিয়া থেকে উঠে আসা বার্সেলোনায় দীর্ঘ সময় খেলেছেন। লিও মেসি, সেস ফ্যাব্রেগাসদের সতীর্থকে আজ লাল-হলুদ জার্সিতে দেখা যেতে পারে।