AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal: ভারতে কোচিংয়ের অভিজ্ঞতা, অস্কারকেই বেছে নিল ইস্টবেঙ্গল

Oscar Bruzon Coach: কার্লেসের বিদায়ের পরই নতুন কোচের সন্ধানে ছিল ইস্টবেঙ্গল। বেশ কিছু নামের পাশাপাশি ছিলেন অতীতে দীর্ঘ সময় ভারতীয় ফুটবলে কোচিং করিয়ে যাওয়া অস্কার ব্রুজোর নামও। সেই অস্কারকেই নতুন কোচ হিসেবে নিয়োগ করল ইস্টবেঙ্গল। যদিও দীর্ঘ চুক্তির পথে হাঁটেনি লাল-হলুদ ম্যানেজমেন্ট।

East Bengal: ভারতে কোচিংয়ের অভিজ্ঞতা, অস্কারকেই বেছে নিল ইস্টবেঙ্গল
Image Credit: FACEBOOK, OWN Arrangement
| Edited By: | Updated on: Oct 08, 2024 | 11:23 PM
Share

ইন্ডিয়ান সুপার লিগে হারের হ্যাটট্রিক। ঘরের মাঠে এফসি গোয়ার কাছে হারের পরই দায় দিয়ে পদত্যাগ করেন কার্লেস কুয়াদ্রাত। অন্তর্বর্তী সময়ে দায়িত্ব দেওয়া হয় বিনো জর্জকে। কোচের পদত্যাগেও অবশ্য ভাগ্য ফেরেনি ইস্টবেঙ্গলের। জামশেদপুর এফসির বিরুদ্ধে গত ম্যাচেও হার। টানা চার ম্যাচ হার। কার্লেসের বিদায়ের পরই নতুন কোচের সন্ধানে ছিল ইস্টবেঙ্গল। বেশ কিছু নামের পাশাপাশি ছিলেন অতীতে দীর্ঘ সময় ভারতীয় ফুটবলে কোচিং করিয়ে যাওয়া অস্কার ব্রুজোর নামও। সেই অস্কারকেই নতুন কোচ হিসেবে নিয়োগ করল ইস্টবেঙ্গল। যদিও দীর্ঘ চুক্তির পথে হাঁটেনি লাল-হলুদ ম্যানেজমেন্ট। এ মরসুমের জন্যই চুক্তি করা হয়েছে অস্কারের সঙ্গে।

ইমামি ইস্টবেঙ্গলের তরফে এক প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে অস্কারকে কোচ করার বিষয়টি। স্প্যানিশ কোচ অস্কার অতীতে ভারতে দীর্ঘ সময় ছিলেন। স্পোর্টিং ক্লাব ডি গোয়া, মুম্বই সিটি এফসিতে কোচিং করিয়েছেন। ফলে ভারতীয় ফুটবল সম্পর্কে তার অভিজ্ঞতা রয়েছে। ভারতে কোচিং করানোর পর বাংলাদেশের বসুন্ধরা কিংসে দীর্ঘ সময় কোচিং করিয়েছেন। তাঁর কোচিংয়ে বেশ কিছু ট্রফি জিতেছে বসুন্ধরা। এ বার ইস্টবেঙ্গলের হাল ধরবেন অস্কার।

নতুন কোচ নিয়োগ প্রসঙ্গে ইমামি কর্তা বিভাস আগরওয়াল বলেন, ‘অস্কার চ্যাম্পিয়ন কোচ। এশিয়ায় ট্র্যাক রেকর্ড খুবই ভালো। এএফসি-র প্রতিযোগিতাতেও সাফল্য পেয়েছেন। ইস্টবেঙ্গলের জন্য যোগ্য কোচ। ভারতীয় ফুটবলের সঙ্গে পরিচিত। আশা করি, আমাদের সমর্থকদের গর্বিত করবেন অস্কার।’ ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো বলছেন, ‘এই সুযোগ কাজে লাগাতে আমি দায়বদ্ধ। ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট যে লক্ষ্য স্থির করেছে, তা পূরণের চেষ্টা করব। ইস্টবেঙ্গলের মতো সফল ও ঐতিহ্যশালী ক্লাবে কোচিং করানোর সুযোগ আমার কাছে সম্মানের।’

পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকদের প্রতিও সম্মান জানিয়েছেন অস্কার। সমর্থকরা যে ভাবে ক্লাবের পাশে থাকে অতীতে প্রতিপক্ষ কোচ হিসেবে দেখেছেন। এ বার সেই সমর্থকদের নিজের পাশে চান। বলছেন, ‘ইস্টবেঙ্গল সমর্থকদের প্রতি আমার বিশেষ ভালোবাসা রয়েছে। ওরা আবেগ দিয়ে ক্লাবকে ভালোবাসে। এই পরিবারের সঙ্গে যুক্ত হতে পারা অনেক বড় ব্যাপার।’