World Football: ফুটবল ম্যাচে সমর্থকদের সংঘর্ষে ভয়াবহ পরিণতি, মৃত শতাধিক!
Clashes Between Football Fans: সেই পরিস্থিতি এত ভয়াবহ হতে পারে, অকল্পনীয়। গিনির এক ফুটবল ম্যাচ ঘিরে এমন পরিস্থিতিই তৈরি হল। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সূত্রে খবর, সমর্থকদের সংঘর্ষে মৃত শতাধিক।
জোগো বোনিতো। ফুটবলকে সুন্দর খেলা বলা হয়। সমর্থকদের মধ্যে আবেগও বেশি। অনেক সময়ই গ্যালারিতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। কিছুক্ষেত্রে ম্যাচের পরও এর রেশ থাকে। সেই পরিস্থিতি এত ভয়াবহ হতে পারে, অকল্পনীয়। আফ্রিকার এক দেশে শিউরে দেওয়া পরিস্থিতি। গিনির এক ফুটবল ম্যাচ ঘিরে এমন পরিস্থিতিই তৈরি হল। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সূত্রে খবর, সমর্থকদের সংঘর্ষে মৃত শতাধিক।
গিনির অন্যতম বড় শহর এনজেরেকোরে। সেখানকার একটি ফুটবল ম্যাচেই এমন ঘটনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই শহরের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেছেন, ‘হাসপাতালে সারি সারি মৃতদেহ পড়ে রয়েছে। অন্তত ১০০ মৃতদেহ তো হবেই।’ আর এক চিকিৎসক বলছেন, ‘ডজনের মৃত্যু হয়েছে।’
সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিয়ো ছড়িয়ে পড়েছে এই ঘটনার। রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ। অভিযোগ, এরপরই দু-দলের সমর্থকরা মাঠে নেমে পড়েন। সেই লড়াই যে শুধু মাঠেই সীমাবদ্ধ থাকে তা নয়। ক্রমশ রাস্তায়ও ছড়িয়ে পড়ে। এর ফলই শতাধিক মৃত্যু বলে সূত্রের খবর। উত্তেজিত জনতা পুলিশ স্টেশনে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয় বলেও অভিযোগ।