প্রেম-পরকীয়া নিয়ে খুল্লামখুল্লা পেলে
একটি ওটিটি প্ল্যাটফর্মে পেলেকে নিয়ে সদ্য এসেছে নতুন এপিসোড। তিনবারের বিশ্বকাপ জয়ী মহাতারকা সেখানে নিজের বৈবাহিক ও বিবাহ বহির্ভূত নানা সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে খুল্লামখুল্লা বলেছেন। যা দেখে ও শুনে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন তাঁর ভক্তরা।
রিও: ফুটবল কেরিয়ারে কত গোল করেছেন পেলে? তাঁকে জিজ্ঞেস করলে ঠিক উত্তর পাওয়া যাবে ১২৮৩। কত ছেলে-মেয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তির? পেলে নিজেই বলতে পারছেন না!
একটি ওটিটি প্ল্যাটফর্মে পেলেকে নিয়ে সদ্য এসেছে নতুন এপিসোড। তিনবারের বিশ্বকাপ জয়ী মহাতারকা সেখানে নিজের বৈবাহিক ও বিবাহ বহির্ভূত নানা সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে খুল্লামখুল্লা বলেছেন। যা দেখে ও শুনে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন তাঁর ভক্তরা।
আরও পড়ুন:বিরাটদের ৩৬ রুটদের ৫৮, বিপর্যয় ভুলতে দু’দলের ফোকাসে মোতেরা
বর্ণময় কেরিয়ারে পেলে ছিলেন সুপারস্টার। তাঁর সান্নিধ্য পাওয়ার জন্য অনেকেই তাঁর কাছে আসার চেষ্টা করেছেন। সারা পৃথিবীর অনেক মেয়েই নির্দ্বিধায় প্রেম নিবেদন করেছেন পেলেকে। এক সময় সারা বিশ্ব জুড়েই বোধহয় ছিল পেলের প্রেমিকারা। সরকারি হিসেব দেখলে অবশ্য তিনটে বিয়ে করেছেন পেলে। তৃতীয় স্ত্রী মার্সিয়া আওকির সঙ্গেই এখন থাকেন পেলে। ৬ বছর ডেট করার পর ২০১৬ সালে বিয়ে করেছিলেন দু’জন। ফুটবল সম্রাটের বয়স তখন ৭৩, মার্সিয়ার ৪১।পরকীয়ায় পর পর জড়িয়ে পড়া এই পেলেই স্বীকার করে নিয়েছেন, অধিকাংশ পার্টনারের ক্ষেত্রেই বিশ্বাসযোগ্য ছিলেন না। এমনকি, তাঁদের ছেলে-মেয়েদের প্রতিও নয়।
পেলে বলেছেন, ‘সত্যি করে বললে, আমার প্রচুর অ্যাফেয়ার ছিল। ওই সম্পর্কের অধিকাংশ ক্ষেত্রেই সন্তান জন্মেছিল। স্বীকার করতে কোনও দ্বিধা নেই, তাদের অধিকাংশের কথাই আমি অনেক পরে জানতে পেরেছি।’
আরও পড়ুন:বিরাটই পারে ৩৬ ভোলাতে
সরকারি ভাবে অবশ্য সাত ছেলে-মেয়ের কথা জানতে পারা যায়। তার মধ্যে আবার সান্দ্রা মাচাদোর মা আদালতের দ্বারস্থ হয়েছিলেন, স্বীকৃতি আদায় করতে। আদালত রায়ও দিয়েছিল। এ ছাড়া প্রথম দুই স্ত্রীর ছিল পাঁচ ছেলে-মেয়ে। ফুটবল দুনিয়ায় এখনও পেলেকে ঈশ্বরের মতো পুজো করা হয়। এখনও একই রকম প্রাসঙ্গিক তিনি। সেই পেলের ব্যক্তিগত জীবন কখনওই মসৃণ ছিল না। বারবার নানা জটিল পরিস্থিতিতে পড়তে হয়েছে। সেই তিনি কবুল করে নিয়েছেন, ‘আমার প্রথম স্ত্রী, আমার প্রথম বান্ধবীর কাছে কখনও মিথ্য কথা বলিনি। ওরা সব জানে।’