ফুটবল রাজপুত্রকে খোলা চিঠি সম্রাটের
মারাদোনাকে খোলা চিঠি ফুটবল সম্রাট পেলের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া সেই চিঠিতে ঝড়ে পড়ল আবেগ।
TV9 বাংলা ডিজিটাল – কে বড় ফুটবলার? কে শতাব্দীর সেরা? পেলে (Pele) ও মারাদোনাকে(Maradona) নিয়ে ফুটবল বিশ্বে এই বিতর্ক শেষ হওয়ার নয়। কিন্তু দুই তারকার মধ্যে এই নিয়ে কথার লড়াই কোনও দিনই ছিল না। একে অপরকে সম্মান করতেন দুজনই। ফুটবল বিশ্বের দুই তারকার সম্পর্ক কতটা গভীর ছিল সেটা আবার প্রকাশ পেল মারাদোনার মৃত্যুর পর। ফুটবল রাজপুত্রের জন্য খোলা চিঠি ফুটবল সম্রাটের। সোশ্যাল অ্যাকাউন্টে লেখা পেলের সেই চিঠির (letter) ছত্রে ছত্রে মারাদোনার প্রতি পেলের স্নেহ ঝড়ে পড়ল। ব্রাজিলের তারকা লিখলেন, ‘আমি তোমাকে ভালোবাসি দিয়েগো।’
View this post on Instagram
‘পৃথিবী তখনই সুন্দর যখন দুজনের মধ্যে তুলনার বদলে দুজনকেই সম্মান জানানো হয়। সততার সঙ্গেই এগিয়েছে তোমার যাত্রা। তুমি কখনও নিজের ভালোলাগা বা খারাপ লাগাকে লুকিয়ে রাখনি। তুমি আমাদের শিখিয়েছ ভালোবাসতে হয়, আর বলতে হয় আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তোমার হঠাৎ চলে যাওয়া আমাকে সেই সুযোগটা দিল না। তাই আমি লিখছি, আমি তোমাকে ভালোবাসি দিয়েগো। ফুটবল পায়ে জাদুকর। একজন লেজেন্ড। কিন্তু এই সবকিছুর উর্ধ্বে তুমি আমার কাছে প্রিয় বন্ধু, যাঁর হৃদয়টা অনেক বড়। আশাকরি স্বর্গে তোমার সঙ্গে দেখা হবে, আমার সেখানে একই দলের হয়ে খেলব। শুন্যে হাত তুলে আমি তখন গোল সেলিব্রেট করব না, তোমাকে আবার জড়িয়ে ধরব।’
আরও পড়ুন – ১০ নম্বর জার্সির ‘অবসর’ চান জুনিয়র মারাদোনা
মারাদোনাকে লেখা পেলের এই চিঠি দেখে আবেগতাড়িত ফুটবল বিশ্ব। ফুটবল দুনিয়া যাঁদের নিয়ে দু’ভাগ, সেই দুই তারকা একে অপরকে এতটা সম্মান করেন! সেটাই অবাক করছে সবাইকে। পেলের ইনস্টাগ্রম পোস্টে এই চিঠির পাশাপাশি ছিল একাধিক ছবি। মারাদোনার সঙ্গে কাটানো তাঁর একাধিক মূহুর্তের ছবি।