আদজার জোড়া গোল,শিল্ডের আগে চনমনে মহমেডান
শিল্ডের আগে অনুশীলন ম্যাচে চনমনে মেজাজে মহমেডান স্পোর্টিং (Mohammedan SC)। জোড়া গোল ফিলিপ আদজার (Philip Adjah)।
TV9 বাংলা ডিজিটাল: শিল্ডের আগে প্রস্তুতি ম্যাচে বড় জয় মহমেডানের। রবিবার থেকে শুরু আইএফএ শিল্ড। প্রথম দিনেই খিদিরপুরের সামনে সাদা-কালো ব্রিগেড। তার আগে প্রস্তুতি ম্যাচে সাদার্ন সমিতিকে ৩-১ গোলে হারাল হোসে হেভিয়ার দল। পিছিয়ে পড়েও জিতল মহমেডান। সাদা-কালোর জয়ে জোড়া গোল করেন ফিলিপ আদজা (Philip Adjah)।
We end our preseason with a 100% winning record !! ⚪️⚫️??⚽️???
Next Stop – IFA SHIELD ✅#JaanJaanMohammedan#BlackPanthers#PreSeason pic.twitter.com/V4Izw7kvOG
— Mohammedan SC (@MohammedanSC) December 3, 2020
বৃহস্পতিবারের আগে শিল্ডের প্রস্তুতিতে দুটো প্রস্তুতি ম্যাচ খেলেছিল মহমেডান (Mohammedan SC)। দুটোতেই জয় পায় তারা। এদিনের প্রস্তুতি ম্যাচে সামনে ছিল সাদার্ন । ম্যাচের শুরুতেই ইমরান খানের গোলে পিছিয়ে পড়ে হেভিয়ার দল। মহমেডানকে ম্যাচে ফেরান আদজা। ১৪ মিনিটে মহমেডানকে সমতায় ফেরান ঘানার স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধের শুরুতে আদজার গোলেই এগিয়ে যায় সাদা-কালো। ৭২ মিনিটে হেভিয়ার দলের জয় নিশ্চিত করেন মনোজ মহম্মদ।
আরও পড়ুন:২৪ ডিসেম্বর বোর্ডের এজিএম, আইপিএলের নতুন ২ দল নিয়ে আলোচনা
খেলার শেষদিকে কিছুক্ষণের জন্য মাঠে নামেন ঘানার প্লেমেকার ফাতাউ। মাত্র ৩ দিন আগেই শহরে এসেছেন লা লিগায় খেলে আসা ঘানার এই ডিফেন্সিভ মিডফিল্ডার। আসন্ন আই লিগে মহমেডানের বড় ভরসা হতে চলেছে ২৭ বছর বয়সী এই ফুটবলার।