EURO 2024: রোনাল্ডোর রেকর্ড, ‘মেসি’দের হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

Jun 23, 2024 | 12:14 AM

Portugal vs Turkey Report: ম্যাচের ২৮ মিনিটে বল নিয়ে উঠছিলেন জোয়াও ক্যানসেলো। তাঁর লক্ষ্য ছিল রোনাল্ডোকে পাস বাড়ানো। ভাগ্য সঙ্গ দেয়নি। তার আগেই বল পান তুরস্ক ডিফেন্ডার সামেত আকায়দিন। বল ধরে গোলকিপারকে পাস করেন। গোলকিপারও উঠে আসছিলেন। কোনও বোঝাপড়া ছিল না। গোলকিপার খেয়ালই করেননি তাঁর পাশ দিয়ে বল বেড়িয়ে গিয়েছে!

EURO 2024: রোনাল্ডোর রেকর্ড, মেসিদের হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
Image Credit source: AFP

Follow Us

কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অন্য দিকে, নতুন মেসি! তুরস্কের তরুণ তুর্কি আর্দা গুলেরকে নতুন মেসি বলেই ডাকা হচ্ছে। তুরস্ক বনাম পর্তুগাল ম্যাচের আগে শিরোনামে ছিল মেসি বনাম রোনাল্ডো! যদিও কিংবদন্তির সামনে বাকি সকলেই যে খাবি খাবেন, এটাই স্বাভাবিক। গোল করতে না পারলেও দলের জয়ে বড় অবদান রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রেকর্ডও গড়লেন। তুরস্ককে ৩-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল পর্তুগাল।

ম্যাচের প্রথমার্ধেই ২-০ লিড নেয় পর্তুগাল। এর একটি কমেডি অব এরর। ২১ মিনিটে বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে যায় পর্তুগাল। রোনাল্ডো, রাফায়েল লিয়াও, ব্রুনো ফার্নান্ডেজদের আক্রমণে খাবি খাচ্ছিল তুরস্ক। রাফায়েল লিওয়াও থেকে নুনো মেন্ডেস। তিনি পাস বাড়ান রোনাল্ডোকে। তার আগেই কুকচুর পায়ে লেগে বলের দিক বদলায়। পিছনেই ছিলেন সিলভা। জোরালো শটে গোল।

এক গোল খেয়েই বড়রকমের ভুল তুরস্কের। ম্যাচের ২৮ মিনিটে বল নিয়ে উঠছিলেন জোয়াও ক্যানসেলো। তাঁর লক্ষ্য ছিল রোনাল্ডোকে পাস বাড়ানো। ভাগ্য সঙ্গ দেয়নি। তার আগেই বল পান তুরস্ক ডিফেন্ডার সামেত আকায়দিন। বল ধরে গোলকিপারকে পাস করেন। গোলকিপারও উঠে আসছিলেন। কোনও বোঝাপড়া ছিল না। গোলকিপার খেয়ালই করেননি তাঁর পাশ দিয়ে বল বেড়িয়ে গিয়েছে! আবার গোলের দিকে দৌড়ে আটকানোর চেষ্টা করেন কিপার। লাভ হয়নি। আকায়দিনের আত্মঘাতী গোলে ২-০ এগিয়ে যায় পর্তুগাল।

প্রথমার্ধে পাঁচটি হলুদ কার্ড দেখান রেফারি। দ্বিতীয়ার্ধে অবশ্য পর্তুগালের একপেশে দাপট। ততক্ষণে হাল ছেড়ে দিয়েছে তুরস্ক। ৫৫ মিনিটে তৃতীয় গোল পর্তুগালের। লং বল পেয়েছিলেন রোনাল্ডো। তিনিই গোল করতে পারতেন। কিন্তু শেষ মুহূর্তে বাঁ দিকে ব্রুনোকে পাস করেন। একেবারে সাজিয়ে দেন। রোনাল্ডোর অ্যাসিস্টে গোল করেন ব্রুনো ফার্নান্ডেজ।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এটি রোনাল্ডোর সপ্তম অ্যাসিস্ট। টুর্নামেন্টের ইতিহাসে (১৯৬৮ থেকে) এটিই সর্বাধিক। এ বারের ইউরোতে টানা দু-ম্যাচ জিতল। অথচ গত দুটি ইউরোর গ্রুপ পর্ব মিলিয়ে মাত্র ১টি জয়, ৪টি ড্র এবং ১টি হার ছিল পর্তুগালের। এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলো নিশ্চিত রোনাল্ডোদের।

Next Article