AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EPL: বিশ্বকাপ শেষে এ বার ক্লাব ফুটবল, ইপিএলে আজ নামছে আর্সেনাল, লিভারপুল

Premier League: বক্সিং ডে তে নামছে হ্যারি কেনের টটেনহ্যাম হটস্পারও। ইংল্য়ান্ড অধিনায়ক হ্যারি কেন মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ১-২ গোলে হারে ইংল্য়ান্ড। দু-বার পেনাল্টি পেয়েছিল তারা। প্রথম স্পটকিক থেকে ক্লাব সতীর্থ হুগো লরিসের বিরুদ্ধে গোল করলেও দ্বিতীয় পেনাল্টির ক্ষেত্রে বল ক্রসবারের উপরে মারেন হ্যারি কেন।

EPL: বিশ্বকাপ শেষে এ বার ক্লাব ফুটবল, ইপিএলে আজ নামছে আর্সেনাল, লিভারপুল
Image Credit: twitter
| Edited By: | Updated on: Dec 26, 2022 | 9:15 AM
Share

লন্ডন : বিশ্বকাপ বিরতি শেষ। এ বারই প্রথম মরসুমের মাঝপথে হল বিশ্বকাপ। কাতার বিশ্বকাপে ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ছোট ছুটি কাটিয়ে এ বার ক্লাবের দায়িত্বে অনেক ফুটবলারই। আজ শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। বিশ্বকাপ শেষে এ বার ক্লাবের হয়ে মাঠে ফিরবেন ফুটবলাররা। ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থানে রয়েছে আর্সেনাল। আজ গভীর রাতে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ইপিএল অভিযান শুরু করবে তারা। প্রিমিয়ার লিগ ফেরার প্রথম দিন সবমিলিয়ে সাতটি ম্যাচ রয়েছে। বিস্তারিত TV9Bangla-য়।

বিশ্বকাপ বিরতির আগে প্রথম পর্বে ১৪ ম্যাচ খেলেছে আর্সেনাল। এর মধ্যে এক ডজন জয়। মাত্র ১ ম্যাচে হার ও ড্র। বক্সিং ডে তে ঘরের মাঠে ওয়েস্ট হ্য়ামের বিরুদ্ধে নামছে মিকেল আর্তেতার আর্সেনাল। লিগ টেবলে শীর্ষে থাকা আর্সেনালের চিন্তা বাড়াচ্ছে ব্রাজিলের তারকা স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের চোট। কাতার বিশ্বকাপে ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচে সুযোগ পেয়েছিলেন। সেই ম্যাচেই চোট পান জেসুস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হারের চেয়েও হতাশার ছিল এক ম্যাচে নেমেই টুর্নামেন্ট থেকে জেসুসের ছিটকে যাওয়া। অভিযোগ উঠেছিল, ক্লাবের হয়ে খেলার সময়ই চোট পেয়েছিলেন। বিশ্বকাপে চোট লুকিয়ে খেলতে গিয়েছিলেন তিনি, এমন অভিযোগও ছিল। ক্যামেরুন ম্যাচের পরই লন্ডন পাড়ি দেন জেসুস। তাঁর অস্ত্রোপচার হয়। এখনও ক্রাচ নিয়ে হাঁটকে হচ্ছে জেসুসকে। ফলে ইপিএলের ময়দানে আপাতত পাওয়া যাবে না জেসুসকে। তাঁর পরিবর্ত হিসেবে খেলানো হতে পারে আর এক ব্রাজিলিায়ান গ্যাব্রিয়েল মার্তিনেলিকে। চোটের কারণে দু-একজনকে এই ম্যাচে পাচ্ছে আর্সেনাল। ওয়েস্ট হ্যাম যদিও খাতায় কলমে অনেকটাই দুর্বল। তবু সতর্ক আর্সেনাল শিবির। ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে আর্সেনালের প্রথম একাদশ হতে পারে- ব়্যামসডেল,তিয়ের্নি, গ্যাব্রিয়েল, সালিবা, হোয়াইট,গ্রানিত জাকা, পার্টে, স্মিথ রো, ওডেগার্ড, বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্তিনেলি।

বক্সিং ডে তে নামছে হ্যারি কেনের টটেনহ্যাম হটস্পারও। ইংল্য়ান্ড অধিনায়ক হ্যারি কেন মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ১-২ গোলে হারে ইংল্য়ান্ড। দু-বার পেনাল্টি পেয়েছিল তারা। প্রথম স্পটকিক থেকে ক্লাব সতীর্থ হুগো লরিসের বিরুদ্ধে গোল করলেও দ্বিতীয় পেনাল্টির ক্ষেত্রে বল ক্রসবারের উপরে মারেন হ্যারি কেন। পেনাল্টি মিস এবং কোয়ার্টার ফাইনালে বিদায়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন হ্যারি কেন। সেই হতাশা থেকে বেরিয়ে এ বার ক্লাবের হয়ে ভালো পারফর্ম করাই লক্ষ্য। বক্সিং ডে ইপিএলের বড় দলগুলির মধ্যে নামছে লিভারপুলও। তাদের প্রথম ম্যাচ অ্যাস্টন ভিলার বিরুদ্ধে। যদিও লিভারপুলের প্রথম পর্ব বিশেষ ভালো যায়নি। ১৪ ম্যাচে মাত্র ৬টি জয়। পয়েন্ট টেবলে ষষ্ঠ স্থানে রয়েছে লিভারপুল।