প্রীতম আর সৌরভ: স্বপ্নপূরণ আর যন্ত্রণামুক্তির ডার্বি
লাল-হলুদ জার্সিতে এ বারই প্রথম ডার্বি খেলবেন সৌরভ দাস। এর আগে মোহনবাগানের হয়ে ডার্বি ম্যাচ খেলেছেন। কিন্তু এ বার মঞ্চটা আলাদা।
মারগাও: এক দলের পাখির চোখ লিগের শীর্ষ স্থান দখল করে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পাওয়া। অন্য দল চাইছে, গোটা মরসুমের ব্যর্থতা দূরে সরিয়ে রেখে সমর্থকদের ডার্বি উপহার দিতে। আইএসএলের দ্বিতীয় ডার্বি নিয়ে উন্মাদনা চড়ছে। সমর্থক হোক বা দুই দলের ফুটবলার, সবাই মেতে বড় ম্যাচের উন্মাদনায়। প্লে অফে জায়গা পাকা করা এটিকে মোহনবাগানের প্রীতম কোটাল মানতে নারাজ, শুক্রবারের বড় ম্যাচে তাঁরা এগিয়ে আছেন। বাংলা ফুটবলের সঙ্গে অনেক দিন জড়িয়ে আছেন প্রীতম। তাই সাবধানে পা ফেলতে চাইছেন বাগান ফুটবলার। বলছেন, ‘ডার্বি ম্যাচের আগে কে কোথায় দাঁড়িয়ে আছে, সেটা গুরুত্বপূর্ণ হয় না। এটা একদম অন্য ম্যাচ। কেউ এগিয়ে বা পিছিয়ে থাকে না। যে দল মানসিক ভাবে চাপ নিতে পারবে, তারাই করবে বাজিমাত।’
The #Mariners are striving for perfection on the training ground as our attention turns to the big match: #ATKMBSCEB ! ??#ATKMohunBagan #JoyMohunBagan #Mariners #IndianFootball pic.twitter.com/oNZKFTX23z
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) February 17, 2021
লাল-হলুদ জার্সিতে এ বারই প্রথম ডার্বি খেলবেন সৌরভ দাস। এর আগে মোহনবাগানের হয়ে ডার্বি ম্যাচ খেলেছেন। কিন্তু এ বার মঞ্চটা আলাদা। এ বার তাঁকে আইএসএলের মঞ্চে মুখোমুখি হতে হবে সবুজ মেরুনের। সৌরভ বলছেন, ‘ডার্বি ম্যাচ গুরুত্ব কতটা, আমরা সবাই জানি। এটিকে মোহনবাগান দারুণ ছন্দে আছে। এ বছর পুরো আইএসএল জুড়ে ওরা দারুণ ফুটবল খেলছে। এটা এই মরসুমের শেষ ডার্বি। সমর্থকরা গোটা বছর আমাদের সঙ্গে ছিল, ওদের জন্যই এই ম্যাচটা জিততে চাই।’
For men may come and men may go, But the #KolkataDerby goes on forever. ?? | ??#ChhilamAchiThakbo #WeAreSCEB #JoyEastBengal #ATKMBSCEB #KolkataDerby #LetsFootball #ISL #IndianFootball pic.twitter.com/EW7pk0ronW
— SC East Bengal (@sc_eastbengal) February 16, 2021
বড় ম্যাচ জিততে হলে সবুজ মেরুনের রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, মার্সেলিনহোদের থামাতে হবে লাল-হলুদ ডিফেন্সকে। সৌরভ বলেই দিলেন, ‘রয় আইএসএলের সেরা ফুটবলার। মার্সেলিনহো অনেকদিন ধরে সফল ভাবে খেলছে আইএসএল। আটকানো কঠিন কাজ। আমাদের টিম গেম খেলতে হবে। সেটা করতে পারলে একটা পজিটিভ রেজাল্ট পাওয়া যেতে পারে।’
এসসি ইস্টবেঙ্গল এই আইএসএলে নিজেদের সুনাম আনুযায়ী খেলতে পারেনি। লিগের শেষ চারে যাওয়ার আশা শেষ হয়ে গেছে। ডার্বি ম্যাচটাই লাল-হলুদের ক্ষতে কিছুটা প্রলেপ দিতে পারে। ব্রাইট-পিলকিংটনরা চাপ মুক্ত হয়ে মাঠে নামতে পারবেন। তাই প্রতিপক্ষ খারাপ জায়গায় থাকলেও তাদের হালকা নিতে রাজি নয় সবুজ-মেরুন শিবির। প্রীতম কোটাল বলছেন, ‘ব্রাইট, পিলকিংটনদের জন্য পরিকল্পনা তো নিশ্চয় থাকবে। কিন্তু সেটা প্রকাশ্যে বলতে চাই না।’
আরও পড়ুন:হারের হ্যাটট্রিকের পর অবশেষে জয় লিভারপুলের
প্রীতম কোটালই হোন আর সৌরভ দাস, বাঙালির বড় ম্যাচের আবেগ যেমন ছুঁয়ে যাচ্ছে, তেমনই থাকছেন চাপা টেনশনও। শেষ বাঁশি পর্যন্ত সেই চাপ থাকবেই। তার মধ্যেই জয়ের তৃপ্তি খুঁজতে নামবেন প্রীতম-সৌরভরা।