ISL, East Bengal: ছিটকে গিয়েছেন হিজাজি মাহের, মেসিকে সই করাল ইস্টবেঙ্গল
East Bengal New Signing: মাদিহ তালাল পুরো মরসুম থেকেই ছিটকে গিয়েছিলেন। নিত্যনতুন চোটে বিধ্বস্ত ইস্টবেঙ্গল। এ দিন নতুন করে অস্বস্তি বেড়েছে হিজাজি মাহেরকে নিয়ে। এর মাঝেই কিছুটা স্বস্তি।

ইন্ডিয়ান সুপার লিগে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই ইস্টবেঙ্গল। ফলে ফোকাসও সরেছে। ইস্টবেঙ্গলের টার্গেট সুপার কাপ এবং এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো পারফর্ম করা। মরসুমের শুরু থেকে একের পর এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে ইস্টবেঙ্গল। মাঝপথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চোট। মাদিহ তালাল পুরো মরসুম থেকেই ছিটকে গিয়েছিলেন। নিত্যনতুন চোটে বিধ্বস্ত ইস্টবেঙ্গল। এ দিন নতুন করে অস্বস্তি বেড়েছে হিজাজি মাহেরকে নিয়ে। এর মাঝেই কিছুটা স্বস্তি।
চোটের তালিকায় অনেকেই ছিলেন এবং রয়েছেন। আনোয়ার আলিরও চোট। তেমনই ক্লেটন এবং হিজাজি মাহেরেরও চোট ছিল। পুরো মরসুমের জন্যই ছিটকে গিয়েছেন ডিফেন্ডার হিজাজি মাহের। গত মরসুমে ইস্টবেঙ্গল সুপার কাপ জিতেছিল। দীর্ঘ এক যুগ পর কোনও সর্বভারতীয় স্তরের ট্রফি এসেছিল। সুপার কাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন হিজাজি। তাঁর ছিটকে যাওয়ার দিনই নতুন প্লেয়ার সই করানোর ঘোষণা ইস্টবেঙ্গলের।
ক্যামেরুন জাতীয় দলের ফরোয়ার্ড রাফায়েল মেসি বৌলিকে এ মরসুমের বাকি সময়ের জন্য সই করাল ইস্টবেঙ্গল। চিনের লিগ ওয়ানের ক্লাব থেকে ইস্টবেঙ্গলে সই করলেন। ভারতে খেলার অভিজ্ঞতা অবশ্য রয়েছে। ২০১৯-২০ মরসুমে কেরালা ব্লাস্টার্সে খেলেছিলেন। আইএসএলে ৮টি গোল করেছিলেন।
মেসিকে সই করানো প্রসঙ্গে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো বলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ সময়ে রাফায়েল যোগ দিচ্ছে। ও যেহেতু কেরালা ব্লাস্টার্সে খেলেছে, ভারতীয় ফুটবল সম্পর্কে ধারনা রয়েছে। ওর গোল করার দক্ষতা কাজে লাগবে।’





