এ বার করোনা আক্রান্ত রিয়ালের ডিফেন্ডার ন্যাচো
রিয়াল মাদ্রিদের তরফে এই খবর টুইট করে জানানো হয়।
মাদ্রিদ: রিয়াল শিবিরে ফের করোনার থাবা। কোচ জিনেদিন জিদানের পর এ বার করোনা (COVID-19) আক্রান্ত রিয়ালের স্প্যানিশ ডিফেন্ডার ন্যাচো ফার্নান্দেজ (Nacho Fernandez)। রিয়াল মাদ্রিদের (Real Madrid) তরফে এই খবর টুইট করে জানানো হয়। রিয়ালের বিবৃতিতে ন্যাচোর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
Official Announcement: Nacho#RealMadrid
— Real Madrid C.F. ???? (@realmadriden) January 25, 2021
শনিবার আলাভেসের বিরুদ্ধে লা লিগার ম্যাচে মাঠে নামেননি ন্যাচো। এখন তাঁকে আইসোলেশনে থাকতে হবে। স্বাভাবিক ভাবেই পরের ম্যাচেও তিনি মাঠে নামতে পারবেন না। রিয়ালের এই ডিফেন্ডার চলতি মরসুমে সব মিলিয়ে ১০ বার মাঠে নেমেছেন।
আরও পড়ুন: টোকিও সরে দাঁড়ালে অলিম্পিক আয়োজনে প্রস্তুত ফ্লোরিডা
করোনার প্রকোপে জেরবার ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগের একাধিক ম্যাচ বাতিল হয়েছে। এ বার করোনার থেকে নিস্তার পেল না লা লিগাও। ম্যাচ বাতিল না হলেও একের পর ফুটবলার, কোচ করোনা আক্রান্ত হওয়ার চিন্তা বাড়ছে লা লিগাতেও।