এল ক্লাসিকো। ক্লাব ফুটবলে অন্যতম সেরা দ্বৈরথ। দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা। একটা সময় এল ক্লাসিকো হয়ে দাঁড়িয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম লিওনেল মেসি। কখনও রিয়ালের সাত নম্বর জার্সি টেক্কা দিয়েছেন বার্সাকে, আবার কখনও বার্সেলোনার ১০ নম্বর জার্সির লিওর মেসির দাপট দেখা গিয়েছে। মেসি খেলেন মায়ামিতে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবের ক্লাব আল নাসেরে। স্প্যানিশ সুপার কাপ ফাইনালের চূড়ান্ত প্রস্তুতি আল নাসেরের ট্রেনিং গ্রাউন্ডেই সেরেছে বার্সেলোনা। আর প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদের খেলা দেখতে হাজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! তাঁর পাড়ায়, রিয়ালের তরুণ সাত নম্বর জার্সির হ্যাটট্রিকে এবং সিউউউউ সেলিব্রেশন! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৪-১ ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর ম্যাচটি হল আল নাসেরের হোম গ্রাউন্ডে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্টেডিয়াম বললেও ভুল হয় না। রিয়ালের সাত নম্বর জার্সির প্রাক্তনের মাঠে বর্তমান সাত নম্বর জার্সির হ্যাটট্রিক! এর চেয়ে সুন্দর দৃশ্য আর কী হতে পারে! তবে সেটা বার্সেলোনা সমর্থকদের জন্য নয়। ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিকের সৌজন্যে বার্সেলোনাকে ৪-১ ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ চ্য়াম্পিয়ন কার্লো আন্সেলোত্তির রিয়াল মাদ্রিদ।
প্রিয় দলের খেলা দেখতে হাজির ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিপোর্ট এমনই। স্টেডিয়ামের বাইরে রিয়াল মাদ্রিদ কিংবদন্তিকে ঘিরে রোনাল্ডো ধ্বনিতে মেতে ওঠেন সমর্থকরা। সেই ভিডিয়োতে অবশ্য পরিষ্কার বোঝা যাচ্ছে না। তবে তাঁর মাঠেই খেলা, যে ক্লাবে কেরিয়ারের সেরা সাফল্য পেয়েছেন, সেখানে রোনাল্ডো আসবেন না, এও কি হয়? রোনাল্ডো ছিলেন কিনা তা নিয়ে ধোঁয়াশা থাকলেও মাঠে যেন রোনাল্ডোর উপস্থিতি বুঝিয়ে দিলেন ভিনিসিয়াস।
Real Madrid fans in front of Al Awal Park Stadium:
“Cristiano Ronaldo…Cristiano Ronaldo” 🥹
— Al Nassr Zone (@TheNassrZone) January 14, 2024
ম্যাচের মাত্র ৭ মিনিটেই ৭ নম্বর জার্সির গোল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সিউউউউ সেলিব্রেশনে মেতে ওঠেন ভিনিসিয়াস। সান্তিয়াগো বার্নাব্যু এই সেলিব্রেশন দেখে অভ্যস্ত। এ বার সৌদি আরবও রোনাল্ডোর সেই সেলিব্রেশন দেখল রিয়ালের অন্য তারকার থেকে। খুব বেশি সময় সেলিব্রেশনের সুযোগ পাননি রিয়াল মাদ্রিদ সমর্থকরা! তাঁদের জন্য যে আরও বড় সেলিব্রেশন অপেক্ষা করছিল! তিন মিনিটের মধ্যেই আরও একটি গোল রিয়ালের। সেটিও ভিনিসিয়াস জুনিয়রেরই। যেন সাত নম্বর জার্সিকে সম্মান জানাতেই গোল এবং তাঁর সেই সেলিব্রেশন। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ভিনিসিয়াস।
⚽ ¡¡𝗚𝗢𝗢𝗢𝗢𝗢𝗢𝗟 del @realmadrid!!
🔥 ¡¡VINI JR. NO PERDONA!!
🆚 @realmadrid – @FCBarcelona | 1-0 | 10′
📺 @MovistarPlus #superSupercopa pic.twitter.com/6g43nkqEaF
— RFEF (@rfef) January 14, 2024
তার আগে ব্যবধান কমানোর মরিয়া চেষ্টা করে বার্সেলোনা। ৩৩ মিনিটে রবার্ট লেওয়ানডৌস্কির একমাত্র গোল। তাতে বড় হার আটকানো যায়নি। ম্যাচের ৬৪ মিনিটে রিয়াল মাদ্রিদের হয়ে চতুর্থ গোলটি করেন রড্রিগো। ম্যাচের ৭১ মিনিটে রোনাল্ড আরাজু রেড কার্ড দেখে মাঠ ছাড়ায় বাকি সময় ১০ জনেই লড়াই করতে হয় বার্সেলোনাকে। টানা দ্বিতীয় বার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। গত মরসুমে জাভির বার্সেলোনা জিতেছিল। এ বার আন্সেলোত্তির টিমের বদলা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও যেন অদৃশ্য অবদান রয়েছে!