সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ডের মুখে রোনাল্ডো

sushovan mukherjee |

Mar 24, 2021 | 2:47 PM

পর্তুগালের কোচ ফের্নান্দো সান্তোস বলেছেন, 'ক্রিশ্চিয়ানো (Cristiano Ronaldo) যখন জাতীয় টিমে হয়ে নামে, তখন একই ভাবনা থাকে, একই প্যাশন আর জেদ দেখতে পাই।

সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ডের মুখে রোনাল্ডো
রোনাল্ডোর ফোকাস ১১০টি আন্তর্জাতিক গোলে। ছবি সৌ: টুইটার

Follow Us

মাদ্রিদ: চলতি মরসুম ধরলে ৩৪ ম্যাচে ৩০ গোল তাঁর। গত মরসুমে ধরলে, ৪৬ ম্যাচে ৩৭। আর শুরুটা যদি যোগ করা হয়, তা হলে ৯৫ গোল রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) নামের পাশে। ঠিক এই যুক্তিই তুলে ধরা হচ্ছে রিয়াল মাদ্রিদ শিবির থেকে। সিআর সেভেনকে ছেড়ে দেওয়ায় এই ৯৫টা গোল জমা পড়েনি রিয়ালের অ্যাকাউন্টে। করিম বেঞ্জেমাকে বিকল্প ভাবা হলেও তাঁর ছায়াও হয়ে উঠতে পারেননি। আর তাই নাকি রোনাল্ডোকে ফেরানোর জন্য আসরে নেমে পড়েছে জিনেদিন জিদানের টিম।

সম্প্রতি রিয়ালের সর্জিও র‍্যামোস বলেছেন, ‘আমি হলে কখনওই রোনাল্ডোকে যেতে দিতাম না। কারণ ও টিমের অন্যতম সেরা ফুটবলার। ও আমাদের জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছে বরাবর। ওকে হারিয়ে রিয়ালও যেন হেরে যাচ্ছে।’ শুধু তাই নয়, কোচ জিদান পর্যন্ত বলেছেন, ‘রোনাল্ডো ফিরে আসতেই পারে।’

জুভেন্তাসে একবারেই ভালো নেই রোনাল্ডো। ক্লাবের কর্তা থেকে শুরু করে সমর্থক, মনোমালিন্য চলছে। মরসুম জুড়ে ব্যর্থতার জেরে চাকরি খোয়াতে চলেছেন কোচ আন্দ্রে পির্লো। এরই মধ্যে জুভেন্তাস আবার ০-১ হেরে বসেছে বেনেভেন্তোর বিরুদ্ধে। যা আরও চাপ বাড়িয়েছে রোনাল্ডোর। তুরিনের ক্লাব থেকে বেরিয়ে আসার জন্য মরিয়া হয়ে উঠেছেন।

পরিস্থিতি যখন এই রকম, তখন রোনাল্ডো আবার অন্য এক রেকর্ডের মুখে। আগামী দিন দশেকের জন্য সিআর সেভেন পর্তুগাল ছাড়া আর কিছু ভাবছেন না। তিনটে প্রাক বিশ্বকাপের ম্যাচ রয়েছে তাঁর সামনে। আজারবাইজান, সার্বিয়া, লুক্সেমবুর্গের বিরুদ্ধে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের (highest international goal) রেকর্ড করে ফেলতে পারেন রোনাল্ডো। আপাতত ১০২ গোল রয়েছে তাঁর। সামনে ইরানের আলি দাইয়ি, ১০৯ গোল। যার অর্থ হল, তিন ম্যাচে ৭ গোল দরকার দাইয়িকে ছোঁয়ার জন্য। আর রেকর্ড গড়তে হলে ৮ গোল। জুভেন্তাসে বিপর্যস্ত রোনাল্ডো নিজেকে ফিরে পাওয়ার জন্যই পর্তুগালকে আঁকড়ে ধরতে চাইছেন।

 

 

পর্তুগালের কোচ ফের্নান্দো সান্তোস বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো যখন জাতীয় টিমে হয়ে নামে, তখন একই ভাবনা থাকে, একই প্যাশন আর জেদ দেখতে পাই। ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করে। আমার তো মনে হয় এই মুহূর্তে ও কোনও মানসিক সমস্যায় নেই।’

জুভেন্তাস থেকে রিয়ালে ফেরা নিয়ে যখন ব্যাপক চর্চা, তখন পুর্তুগালের হেড কোচকে পাশে পাচ্ছেন রোনাল্ডো। সান্তোসের কথায়, ‘রোনাল্ডোর যখন ১৮ বছর বয়স, তখন থেকে আমাদের সম্পর্ক। ওর সঙ্গে এ নিয়ে বিস্তর কথা হয়েছে। আমি আমার মতো পরামর্শও দিয়েছি। কী বলেছি, সেটা সবাইকে বলা যাবে না’

Next Article