গোয়াঃ আবার রয় কৃষ্ণা ম্যাজিক। আবার জয় মোহনবাগানের। ওড়িশা এফসির বিরুদ্ধে ইনজুরি টাইমে হেডে গোল করে এটিকে মোহনবাগানের জয়ের ধারা অব্যাহত রাখলেন ফিজির স্ট্রাইকার।সেই সঙ্গে ৩ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে আইএসএলের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে পৌঁছে গেল হাবাসের দল।
???????? ???? ?????? ?#ISLMoments #ATKMBOFC #HeroISL #LetsFootball https://t.co/tMb9q9XV7G pic.twitter.com/ULZ67vJuEr
— Indian Super League (@IndSuperLeague) December 3, 2020
এদিন ওড়িশা এফসি কোচ স্টুয়ার্ট ব্যাক্সটারের স্ট্র্যাটেজি ছিল দুটো। এক, বোতলবন্দি করে রাখতে হবে রয় কৃষ্ণাকে। দুই, মনভীর-ম্যাকহিউ-হার্নান্ডেজের থেকে বলের সাপ্লাই লাইন বন্ধ করে দেওয়া। ওড়িশা কোচ প্রথমার্ধে সফলও ছিলেন সেই স্ট্র্যাটেজিতে। ব্যাক্সটারের স্ট্র্যাটেজি ভাঙতে আক্রমণের ঝড় তোলাই ছিল স্প্যানিশ হাবাসের পাল্টা ছক। তবে প্রথমার্ধে যাবতীয় আক্রমণের ঢেউ ভেঙে যাচ্ছিল ওড়িশা বক্সে এসেই।
লড়াই শেষ মুহূর্ত পর্যন্ত#ATKMBOFC #HeroISL #LetsFootball pic.twitter.com/0YgBFps6zh
— Indian Super League (@IndSuperLeague) December 3, 2020
দ্বিতীয়ার্ধে ওড়িশার দুর্ভেদ্য ডিফেন্স ভাঙতে স্ট্র্যাটেজি বদল হাবাসের। এবার আক্রমণের ঝড় তোলা থেকে বেরিয়ে এসে বল ধরে রেখে খেলার স্ট্র্যাটেজি। কিন্তু রয় কৃষ্ণাকে যেভাবে হেন্ড্রি-টেলররা জোনাল মার্কিংয়ে বোতলবন্দি করে রেখেছিল, সেই ডিফেন্স ভেঙে গোল করাটা ক্রমশ কঠিন হয়ে পড়ছিল ফিজির স্ট্রাইকারের কাছে।
ম্যাচের রং বদলালো ইনজুরি টাইমে। নির্ধারিত ৯০ মিনিটের পর ৪ মিনিটের ইনজুরি টাইমে গোলের মুখ খোলার জন্য সবুজ-মেরুন আক্রমনের এবার মরনকাঁমড় দেওয়ার পালা। ম্যাচে তৃতীয়বারের জন্য স্ট্র্যাটেজি বদল হাবাসের। অলআউট আক্রমণ। তাতেই এল সাফল্য। ওড়িশার বক্সের বাইরে তিরির বিষাক্ত সেটপিস। পোস্টের ডানদিক বরাবর বল আসতেই সন্দেশ ঝিঙ্ঘানের আলতো করে হেড রয় কৃষ্ণাকে। সেখান থেকে হেডে বল জালে জড়াতে ভুল করেননি সবুজ-মেরুনের সেনসেশন। ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। এরপর আর ম্যাচে ফেরার সময় বা সুযোগ-কোনওটাই ছিলনা ওড়িশা এফসির।
আরও পড়ুন: আদজার জোড়া গোল,শিল্ডের আগে চনমনে মহমেডান
৩ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে এটিকে মোহনবাগান। ৩টি গোল করে এখন ভালস্কিস, ফন্দ্রে ও অ্যাঙ্গুলোর সঙ্গে টপ স্কোরার সবুজ-মেরুনের রয় কৃষ্ণাও।