Sunil Chhetri: গোলের সেঞ্চুরির পথে! ক্যাপ্টেনের মুখে শুধুই টিম গেমের প্রশংসা
SAFF Football 2023: দিনের প্রথম ম্যাচে জিতেছিল কুয়েত। তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল। ভারতও সেমিফাইনালে। গ্রুপ এ-তে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল পাকিস্তান ও নেপাল।
সেঞ্চুরির জন্য প্রয়োজন আরও ৯টি গোল। পরিমানে অনেকটাই। কিন্তু সুনীল ছেত্রী যে ছন্দে রয়েছেন, তাতে খুব বেশিদিন হয়তো লাগবে না আন্তর্জাতিক গোলে তিন অঙ্কের ঘরে পৌঁছতে। সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। তরুণদের মাঝে দায়িত্ব নিলেন সেই সুনীলই। তবে তাঁর মুখে শুধুই টিম গেম, সতীর্থদের প্রশংসা। প্রকৃত ক্যাপ্টেনের মতোই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সাফে এ বারের টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। সেখানেও বাড়তি কৃতিত্ব রয়েছে অধিনায়কের। পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। সাফ চ্যাম্পিয়নশিপের আগে কন্টিনেন্টাল কাপও জিতেছে ভারত। ফাইনালেও গোল করেছিলেন সুনীল। সেই ছন্দ ধরে রেখেছেন সাফেও। পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিকের পর নেপালের বিরুদ্ধে ২-০ জয়ে গোলের খাতা খোলেন সুনীলই। দ্বিতীয় গোলটি নাওরেম মহেশের।
ম্যাচ শেষে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী বলেন, ‘তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারা খুবই ভালো দিক। আবারও বলব, আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা প্রাপ্তি ক্লিনশিট বজায় রাখা। নেপালের বিরুদ্ধে শুরুতে অবশ্য আমরা ভালো খেলতে পারিনি। প্রথমার্ধে প্রত্যাশা অনুযায়ী সুযোগ তৈরি করতে পারিনি।’
আন্তর্জাতিক ফুটবলে সুনীল ছেত্রীর গোল সংখ্যা হল ৯১। সক্রিয় ফুটবলারদের মধ্যে আন্তর্জাতিক গোল সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক। সবার ওপরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর গোল সংখ্যা ১২৩। সক্রিয় ফুটবলারদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি। তাঁর আন্তর্জাতিক গোল সংখ্যা ১০৩। মেসি ১৭৫ ম্যাচে এই গোল করেছেন। এরপরই রয়েছেন সুনীল ছেত্রী। ১৩৯ ম্যাচে ৯১ গোলে সুনীল।
দিনের প্রথম ম্যাচে জিতেছিল কুয়েত। তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল। ভারতও সেমিফাইনালে। গ্রুপ এ-তে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল পাকিস্তান ও নেপাল। ম্যাচ শেষে নেপাল গোলকিপার তথা ক্যাপ্টেন কিরন লিম্বু বলেন, ‘আমাদের দলটা তরুণদের নিয়ে গড়া। অনেকেই প্রথম বার জাতীয় দলে খেলছে। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া স্বাভাবিক ভাবেই হতাশ। তবে দলের তরুণ ফুটবলারদের জন্য গর্বিত।’