Sunil Chhetri Watch Video: সুনীলও গাইলেন, ‘বন্দে মাতরম’, বিউটিফুল গেমের সেই ভিডিয়ো দেখুন

Jul 05, 2023 | 4:36 PM

SAFF Football 2023 FINAL: সেমিফাইনালে ১২০ মিনিট, ফাইনালেও তাই। সুনীল কিন্তু মাঠ ছাড়েননি। পুরো ম্যাচে খেলেছেন। টাইব্রেকারে প্রথম শটটি তিনিই নিয়েছেন। গোলও করেছেন।

Sunil Chhetri Watch Video: সুনীলও গাইলেন, বন্দে মাতরম, বিউটিফুল গেমের সেই ভিডিয়ো দেখুন
Image Credit source: PTI

Follow Us

ক্রিকেট মাঠে কোনও বলিউড তারকা কিংবা অন্য স্পোর্টসের কোনও তারকাকে দেখলে খুব ভালো লাগে তাই না? ফুটবলেও তেমন হয়। সাফ চ্যাম্পিয়নশিপেই যেমন দেখা গিয়েছে। ফাইনালেও উপস্থিত ছিলেন শ্রেয়স আইয়ার। টুর্নামেন্টের প্রথম দিন ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে ছিলেন সদ্য জাতীয় দলে ডাক পাওয়া যশস্বী জয়সওয়াল। আসলে, কিছু ব্যক্তিত্ব এমনই হয়। তাঁরা কোন খেলার সঙ্গে যুক্ত, সেই খেলা কতটা কম বা বেশি জনপ্রিয়, গুরুত্ব রাখে না। আর সবার ওপরে দেশ। ভারত খেলছে, সমর্থন থাকবে না! কিছু মুহূর্ত যেন কোনও দিন ভোলার নয়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সুনীল ছেত্রী শুধুমাত্র একজন ফুটবলার নন। তিনি দেশের আইকন। তাঁর জন্য আবেগ আটকে রাখা যায়! দেশের হয়ে খেলার সময় বাড়তি তাগিদ দেখা যায় সুনীলের মধ্যে। কখনও গোল করে তরুণদের বুকে জড়িয়ে নিচ্ছেন, আবার কখনও প্র্যাক্টিসে তাঁদের টেক্কা দিচ্ছেন। সুনীলের নাকি বয়স হয়েছে! সংখ্যায় ৩৮ বছর। কিন্তু ফিটনেস?

বেশ কিছু দিন আগে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। খোদ সুনীল ছেত্রীর ভিডিয়ো। তরুণদের লজ্জায় ফেলতে চাননি, তবে প্র্যাক্টিসের অন্দরের খবর বলেছিলেন। সুনীল জানিয়েছিলেন, টিমে এত তরুণ ফুটবলারদের মাঝেও ইয়ো ইয়ো টেস্টে তিনিই সেরা হয়েছেন। পাশে থাকা ছাংতে, জিকসন সিংরা মুখ ঢাকলেন। ক্যাপ্টেন তাঁদের দোষারোপ করছেন না, এটুকু তাঁরা বুঝতে পেরেছিলেন। বরং সুনীল তাঁদের কাছে উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন, পরিশ্রমের কোনও বিকল্প নেই।

সেমিফাইনালে ১২০ মিনিট, ফাইনালেও তাই। সুনীল কিন্তু মাঠ ছাড়েননি। পুরো ম্যাচে খেলেছেন। টাইব্রেকারে প্রথম শটটি তিনিই নিয়েছেন। গোলও করেছেন। এ বারের সাফ চ্যাম্পিয়নশিপে করেছেন আধডজন গোল। খেলার বাইরের সুনীলও যে বড় প্রিয়। গ্যালারি প্রবল চাপে ছিল। ভারত-পাকিস্তান ম্যাচে যেমন কানায় কানায় পূর্ণ, তেমনই ফাইনালেও একই চিত্র। গ্যালারি থেকে কখনও ইন্ডিয়া…ইন্ডিয়া…, কখনও বন্দে মাতরম, কখনও আবার ক্যাপ্টেন সুনীল ছেত্রীর নামে ধ্বনি। গায়ে কাটা দেওয়ার মতো মুহূর্তের মালা।

টাইব্রেকারে গুরপ্রীত প্রতিপক্ষ অধিনায়কের শট আটকে দিতেই সতীর্থরা ছুটলেন গোলের দিকে। গ্যালারিতে বাজছে ‘বন্দে মাতরম, মা তুঝে সালাম’। গ্যালারির সকলে একসঙ্গে গাইছেন। সতীর্থরা আনন্দ করছেন। সুনীলও গ্যালারির সঙ্গে গলা মেলালেন, ‘মা তুঝে সালাম’। আসলে গ্যালারি যে ভারত মায়ের এই কৃতি সন্তান সুনীলকেও সালাম জানাচ্ছিল।

Next Article