Fifa Women’s World Cup 2023 : ১৯ বছরের সালমার গোলে বিশ্বকাপ সেমিফাইনালে স্পেন
শুক্রবার সকালে স্পেন বনাম নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়।
ওয়েলিংটন : প্রথম দল হিসেবে ২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে (Fifa Women’s World Cup 2023) স্পেন। নেদারল্যান্ডসকে ২-১ হারিয়ে শেষ চারের স্থান পাকা করেছে স্পেনের মেয়েরা। প্রথম বার মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে স্পেন। ঐতিহাসিক এই জয়ে বড় অবদান ১৯ বছরের সালমা পারালুয়েলোর (Salma Parallualo)। অতিরিক্ত সময়ে সালমার গোলেই জয় নিশ্চিত করেছে স্পেন। শুক্রবার সকালে স্পেন বনাম নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়। একস্ট্রা টাইমের ১১১ মিনিটে গোল করে স্পেনকে শেষ চারের টিকিট ধরিয়ে দেন বদলি হিসেবে নামা সালমা পারালুয়েলো। স্পেনের বিশ্বকাপ স্কোয়াডের কনিষ্ঠ সদস্য হলেন সালমা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
কোয়ার্টার ফাইনালের আগের চারটি ম্য়াচে স্পেনের গোল সংখ্যা ১৩! সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে ৫ গোল দিয়েছিল দলটি। সেই স্পেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোল পেতে হিমশিম খেল। ম্যাচের প্রথম আশি মিনিট পর্যন্ত ম্যাচের স্কোর ছিল ০-০। অবশেষে ৮১ মিনিটে গোল পায় স্পেন, সেটিও আবার পেনাল্টি থেকে। নির্ধারিত সময়ের মিনিট দশেক আগে পেনাল্টি থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন মারিওনা ক্যালডেন্টে। গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে ডাচ মেয়েরা। শেষমেশ সংযুক্তি সময়ে স্টেফানি ভ্যান ডার গ্রাট নেদারল্যান্ডসকে সমতায় ফেরান। স্পেন-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শেষমুহূর্তে এসে উপভোগ্য হয়ে ওঠে।
Aaaand breathe! 😮💨@SEFutbolFem reach their first #FIFAWWC Semi-Final after a sensational match against Netherlands. 👏🇪🇸
— FIFA Women’s World Cup (@FIFAWWC) August 11, 2023
অতিরিক্ত সময়ে দুই দলই জোর প্রচেষ্টা চালিয়েছে। দুই দলই নিশ্চিত গোল মিস করেছে। এরপর ১১১ মিনিটে ম্য়াচের ভাগ্য গড়ে দেন সালমা পারালুয়েলো। প্রায় একক প্রচেষ্টায় গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন তিনি।