ISL: ভারতীয় ফুটবলকে বাঁচাতে ফিফার দ্বারস্থ সুনীলরা
টালবাহানার মাঝে পড়ে কার্যত দিশেহারা হয়ে গিয়েছেন ফুটবলাররা। খেলোয়াড়রা বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার দ্বারস্থ হয়েছেন। একযোগে এই আবেদন করেছেন সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ ঝিঙ্গান সহ আইএসএল খেলা একাধিক ফুটবলার।
ইন্ডিয়ান সুপার লিগের বল নতুন বছরে গড়াবে কি না, এখনও অনিশ্চিত। ভারতীয় ফুটবলের ভবিষ্য়ৎ নিয়ে চিন্তিত দেশের ফুটবলাররা। আর তাই ফিফার কাছে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন প্লেয়াররা। কবে লিগ শুরু হবে, তা নিয়ে কোনও স্পষ্ট বার্তা নেই। টালবাহানার মাঝে পড়ে কার্যত দিশেহারা হয়ে গিয়েছেন ফুটবলাররা। খেলোয়াড়রা বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার দ্বারস্থ হয়েছেন। একযোগে এই আবেদন করেছেন সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ ঝিঙ্গান সহ আইএসএল খেলা একাধিক ফুটবলার। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে তাঁরা জানান, দীর্ঘদিনের এই বিলম্ব খেলোয়াড়দের মধ্যে ভয় এবং হতাশা তৈরি করেছে।

