AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026: আগামী ফিফা বিশ্বকাপ শুরু ১১ জুন, উদ্বোধনী ম্যাচ আজতেকা স্টেডিয়ামে

FIFA World Cup 2026 Schedule: ২০২৬ বিশ্বকাপ ৪৮ দলের টুর্নামেন্ট। ১৯৩০ সালে ফিফা বিশ্বকাপ শুরু হয়েছিল ১৩ দল নিয়ে। ধীরে ধীরে ৩২ দলের টুর্নামেন্ট হয়। ২০২৬ বিশ্বকাপে প্রথম বার ৪৮ দল অংশ নেবে। সব মিলিয়ে ১০৪টি ম্যাচ। ১১ জুন মেক্সিকোর পর ১২ জুন দুটি ম্যাচ। কানাডা খেলবে বিএমও মাঠে, মার্কিন যুক্তরাষ্ট্র নামছে লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে। মেসির 'শহর' অর্থাৎ মায়ামিতে ব্রোঞ্জ মেডেলের ম্যাচ।

FIFA World Cup 2026: আগামী ফিফা বিশ্বকাপ শুরু ১১ জুন, উদ্বোধনী ম্যাচ আজতেকা স্টেডিয়ামে
২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ভেনু মেক্সিকোর আজতেকা স্টেডিয়াম। এএফপি ফাইল ছবিImage Credit: AFP
| Updated on: Feb 05, 2024 | 2:46 AM
Share

কলকাতা: ফিফা বিশ্বকাপের দামামা বেজে গেল। এমনটা বলাই যায়। ২০২৬ সালে পরবর্তী ফিফা বিশ্বকাপ। মেক্সিকো, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলিত ভাবে পরবর্তী বিশ্বকাপ আয়োজন করবে। ২০২২ সালে বিশ্বকাপ হয়েছিল কাতারে। চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপে নতুন দিকও খুলছে। বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। প্রথম ম্যাচ বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকোয়। হোমগ্রাউন্ড আজতেকা স্টেডিয়ামে নামবে মেক্সিকো। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

২০২৬ বিশ্বকাপ ৪৮ দলের টুর্নামেন্ট। ১৯৩০ সালে ফিফা বিশ্বকাপ শুরু হয়েছিল ১৩ দল নিয়ে। ধীরে ধীরে ৩২ দলের টুর্নামেন্ট হয়। ২০২৬ বিশ্বকাপে প্রথম বার ৪৮ দল অংশ নেবে। সব মিলিয়ে ১০৪টি ম্যাচ। ১১ জুন মেক্সিকোর পর ১২ জুন দুটি ম্যাচ। কানাডা খেলবে বিএমও মাঠে, মার্কিন যুক্তরাষ্ট্র নামছে লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস শহরে বিশ্বকাপের সবচেয়ে বেশি ৯টি ম্যাচ হবে।

মেসির ‘শহর’ অর্থাৎ মায়ামিতে ব্রোঞ্জ মেডেলের ম্যাচ। কানাডায় হবে সব মিলিয়ে ১৩টি ম্যাচ। ফাইনাল নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে। ফিফার সোশ্যাল মিডিয়া পেজ এবং ফিফা প্লাসে সূচি ঘোষণার লাইভ দেখানো হয়। বিশ্বকাপ শুরুর দিন ঘোষণা করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। উপস্থিত ছিলেন কানাডার সিঙ্গার, র‌্যাপার ড্রেক। ২০২৬ সালের ১১ জুন শুরু হয়ে বিশ্বকাপে ট্রফির ম্যাচ অর্থাৎ ফাইনাল ১৯ জুলাই।