কলকাতা: ‘ঈশ্বরের হাত’ এখনও ভোলেনি ফুটবল। ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে হাত দিয়ে গোল করেছিলেন দিয়েগো মারাদোনা। ফুটবলের রাজপুত্রের সেই গোলকে আদর করে দেওয়া হয়েছিল ‘হ্যান্ড অফ গড’ নাম। ৩৮ বছর পর আবার মারাদোনা হওয়ার চেষ্টা করলেন এক ফুটবলার। হাত দিয়ে গোল করেও ফেললেন। তফাত শুধু বৈধতা পেল না সেই গোল। আফ্রিকা কাপ অফ নেশন্সে ঘটেছে এই ঘটনা। আর তা নিয়ে চর্চার শেষ নেই। কী ঘটেছিল ওই ম্যাচে? কেই বা চেষ্টা করেছিলেন মারাদোনা হওয়ার? কী ভাবে বাতিল হল ওই গোল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আফ্রিকা কাপ অফ নেশন্সে খেলা ছিল ক্যামেরুন আর জাম্বিয়ার। বোয়াকে স্টেডিয়ামে ওই ম্য়াচ শুরু হয়েছিল আর পাঁচটা ফুটবল ম্যাচের মতোই। সেখান থেকেই প্রায় ইতিহাস ছুঁয়ে ফেলছিল ওই ম্যাচ। বিরতিতে স্কোরলাইন ছিল ০-০। বিরতির পর ক্যামেরুনের কার্ল টোকো একাম্বি ৫৬ মিনিটে গোল করেন। এরপরই খেলা ঘুরে যায়।
জাম্বিয়ার আবলি জালো ও ইব্রাহিম কলি ৭২ ও ৮৫ মিনিটে পর পর দুটো গোল করেন। ১-২ পিছিয়ে থাকা ক্যামেরুন ৮৭ মিনিটে জেমস গোমজের আত্মঘাতী গোলে ২-২ করে। ৯১ মিনিটে ক্রিস্টোফার উ-র গোলে ৩-২ এগিয়েও যায়। ঠিক তখনই ঘটে নাটক। এক্সট্রা টাইমের ৩ মিনিটে অর্থাৎ ৯৪ মিনিটে মহম্মদ সানে দুরন্ত কর্নার থেকে একটি গোল করেন। কিন্তু গোলের পরই শুরু হয়ে যায় গোলযোগ।
— jerryballs (@jerryballsd) January 23, 2024
সানে ৩-৩ করার পরই আপত্তি তোলেন ক্যামেরুনের ফুটবলার ফাবরিক ওন্ডোয়া। তিনি প্রতিবাদ করেন রেফারির কাছে। ভিএআর বা ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি বামলাক টিসিমার কাছে দাবি তোলেন। গোল খতিয়েও দেখা হয়। রিপ্লেতে দেখা যায় কর্নার থেকে গোল করার সময় হেডের বদলে হাতে করে ঠেলে দিয়েছেন। মারাদোনার হ্যান্ড অফ গডের চেষ্টা করেছিলেন সানে। গোল বাতিল করে দেওয়া হয়। হলুদ কার্ড দেখেন সানে।