‘যারা আইপিএলে নেই, তাঁরা বাড়িতে বসে বুড়ো আঙুল ঘোরাবে নাকি?’ বিসিসিআইকে তোপ কর্নেলের
তার স্পষ্ট কথা, ঘরোয়া ক্রিকেটে খেলা যে ভারতীয় ক্রিকেটাররা আইপিএলে সুযোগ পাননি তাঁদের কথা কেন ভাবেনি বোর্ড? কেন সেইসময় ঘরোয়া ক্রিকেটারদের ক্রিকেটের মধ্যে রাখতে দলীপ ট্রফি, ইরানি ট্রফি বা দেওধর ট্রফির মত টুর্নামেন্ট করার কথা ভাবল না বিসিসিআই?
মুম্বইঃ দিন দুয়েক আগেই আসন্ন ঘরোয়া ক্রিকেট (DOMESTIC CRICKET)মরসুমের সূচি ঘোষণা করেছে। আর সেই সূচি দেখেই বেজায় চটেছেন প্রাক্তন জাতীয় নির্বাচক প্রধান( CHIEF SELECTOR) দিলীপ বেঙ্গসরকার(DILIP VENGSARKAR)। দেওধর ট্রফি(DEODHAR TROPHY), ইরানি ট্রফি(IRANI TROPHY) ও দলীপ ট্রফির(DULEEP TROPHY) মত ঘরোয়া ক্রিকেট না থাকায় চটেছেন ভারতীয় ক্রিকেটের কর্নেল। ক্ষুব্ধ বেঙ্গসরকারের মন্তব্য, “যে ঘরোয়া ক্রিকেটাররা আইপিএলে নেই, তারা কি সেইসময় বাড়িতে বসে বুড়ো আঙুল ঘোরাবে নাকি?” সমালোচনার তির যে বিসিসিআইয়ের দিকে, তা স্পষ্ট।
করোনার অতিমারিতে গত মরসুমে ক্রিকেট কার্যত কোনওমতে সারা হয়েছে। এবছরও করোনার দ্বিতীয় ঢেউয়ের পর ক্রিকেট মরসুম চালু করা সম্ভব কিনা, তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে করোনার প্রকোপ গোটা দেশে কমায় আসন্ন ক্রিকেট মরসুমে সিনিয়রদের তিনটি ট্রফি শুরু করার কথা ঘোষণা করেছে। বিজয় হাজারে ট্রফি, সৈয়দ মুস্তাক আলি টি২০ টুর্নামেন্ট ও রঞ্জি ট্রফি। গতবছর রঞ্জি ট্রফি আয়োজন করাই সম্ভব হয়নি করোনার কারনে। আর ঘরোয়া মরসুম শুরুর আগে মরুশহরে শেষ হবে বাকি আইপিএলের ম্যাচগুলি। অর্থাৎ আইপিএলের পরেই শুরু হবে ভারতীয় ক্রিকেট মরসুম। এতেই বেজায় চটেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তার স্পষ্ট কথা, ঘরোয়া ক্রিকেটে খেলা যে ভারতীয় ক্রিকেটাররা আইপিএলে সুযোগ পাননি তাঁদের কথা কেন ভাবেনি বোর্ড? কেন সেইসময় ঘরোয়া ক্রিকেটারদের ক্রিকেটের মধ্যে রাখতে দলীপ ট্রফি, ইরানি ট্রফি বা দেওধর ট্রফির মত টুর্নামেন্ট করার কথা ভাবল না বিসিসিআই?
বেঙ্গসরকারের মন্তব্য, “আগস্ট-সেপ্টেম্বর যেই সময়ে হবে আইপিএলের বাকি ম্যাচ, সেইসময় বেঙ্গালুরুতে তো আয়োজন করাই যেতে পারত এই ধরনের ঘরোয়া টুর্নামেন্ট। তাহলে সেই ঘরোয়া ক্রিকেটাররা বাকি ঘরোয়া টুর্নামেন্টের আগে নিজেদের ম্যাচ ফিট রাখতে পারতেন। শুধু তাই নয়, ঘরোয়া ক্রিকেটে যে দলগুলি অংশগ্রহণ করবে, তাঁদেরও রিজার্ভ বেঞ্চেরও শক্তি দেখে নেওয়ার সুযোগ থাকত।”