Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FOOTBALL : পিকে-চুনীর মূর্তি বসানোর দাবি উঠল

১৩ আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের ক্রীড়া দিবস। পল্টু দাসের জন্মদিন উপলক্ষে প্রতিবছর এই দিনটাকে ক্রীড়া দিবস হিসেবে পালন করে লাল-হলুদ। ওই দিন পিকে বন্দ্যোপাধ্যায়ের একটি বিশালাকৃতি আর্কাইভ উন্মোচন করবে ইস্টবেঙ্গল। লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান এ কথা।

FOOTBALL : পিকে-চুনীর মূর্তি বসানোর দাবি উঠল
পিকে-চুনীর মূর্তির দাবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2021 | 10:19 AM

কলকাতা: ময়দানে গোষ্ঠ পালের মূর্তি আছে। এ বার পিকে বন্দ্যোপাধ্যায় আর চুনী গোস্বামীর মূর্তি বসানোর দাবি তুললেন মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত। পিকে বন্দ্যোপাধ্যায়ের বই প্রকাশ অনুষ্ঠানে এসে এমন দাবি তুললেন বাগান কর্তা।

পিকে বন্দ্যোপাধ্যায়ের কোচিং জীবন প্রকাশিত হয়েছে একটি বই। দীর্ঘ কোচিং জীবনের নানা গল্প রয়েছে এই বইয়ে। কর্মকর্তারাও খেলাধুলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। তাই দুই প্রধানের কর্তাকে আমন্ত্রণ জানানো হয় এ দিনের অনুষ্ঠানে। ময়দানে পিকে-চুনীর মূর্তি বসাতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের দাবি তোলেন দেবাশিস দত্ত।

১৩ আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের ক্রীড়া দিবস। পল্টু দাসের জন্মদিন উপলক্ষে প্রতিবছর এই দিনটাকে ক্রীড়া দিবস হিসেবে পালন করে লাল-হলুদ। ওই দিন পিকে বন্দ্যোপাধ্যায়ের একটি বিশালাকৃতি আর্কাইভ উন্মোচন করবে ইস্টবেঙ্গল। লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান এ কথা। ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষে, ১০০ বছরের সেরা কোচের তকমা পেয়েছিলেন পিকে।

গত বছর কোভিডের সময় পিকে বন্দ্যোপাধ্যায় আর চুনী গোস্বামী। করোনা পরিস্থিতিতে ময়দান সে ভাবে শেষ শ্রদ্ধাই জানাতে পারেনি এই দুই কিংবদন্তিকে।