এএফসি এশিয়ান কাপের শুরুতেই কঠিন প্রতিপক্ষর সামনে পড়েছিল ভারত। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার শক্তিশালী দলের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স তাক লাগিয়ে দিয়েছে। বিশেষ করে বলতে হয় প্রথমার্ধের কথা। সন্দেশ ঝিঙ্গানরা অনবদ্য ডিফেন্স করেন। শুধু তাই নয়, গোলের সুযোগও তৈরি করেছিল ভারত। প্রথমার্ধে এক গোলে এগিয়েও যেতে পারতো। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ উজবেকিস্তান। ফিফা ক্রমতালিকা অনুযায়ী ভারতের থেকে অনেকটাই এগিয়ে। ভারতের বিরুদ্ধে অপরাজিত উজবেকিস্তান। এই ম্যাচে প্রতিপক্ষ শিবিরের ১০ নম্বর জার্সির জালোলিদিন মাশরিপোভ ভারতের কাছে প্রধান বাধা হয়ে উঠতে পারেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কাতার বিশ্বকাপের পরই সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই ক্লাবে খেলতেন উজবেকিস্তানের জালোলিদিন মাশরিপোভ। আল নাসেরের সাত নম্বর জার্সি ছিল তাঁরই। অন্য দিকে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও পছন্দ ৭ নম্বর। স্বাভাবিক ভাবেই জালোলিদিন মাশরিপোভের থেকে সাত নম্বর জার্সি সরিয়ে নেয় ক্লাব। রোনাল্ডোকে দেওয়া হয় পছন্দের ৭ নম্বর জার্সি। কয়েক মাস পরই আল নাসের ছাড়েন জালোলিদিন মাশরিপোভ। উজবেকিস্তানের এই উইঙ্গারই ভারতের চিন্তা হয়ে দাঁড়াতে পারেন।
বয়স ভিত্তিক স্তরেও দেশের হয়ে খেলেছেন। সিনিয়র টিমে খেলছেন ২০১৬ থেকে। ৫৩ ম্যাচে ১১টি গোলও রয়েছে তাঁর। এএফসি এশিয়ান কাপে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সিরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে উজবেকিস্তান। সে কারণেই আরও বেশি সতর্ক জালোলিদিন মাশরিপোভ। এএফসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘প্রথম ম্যাচে আমরা খুব ভালো পারফর্ম করতে পারিনি। চেষ্টা করেছি ভুলের সংখ্যা যত কম রাখা যায়। পরবর্তী দুই ম্যাচে আমাদের ভালো পারফর্ম করতেই হবে। আমাদের কাছে এখনও সুযোগ রয়েছে নকআউটে যাওয়ার।’
উজবেকিস্তানের প্রথম ধাপ ভারত। এরপর শক্তিশালী অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে ফুল পয়েন্ট নেওয়াই লক্ষ্য জালোলিদিন মাশরিপোভের। ভারতীয় ডিফেন্সের কাছে বাড়তি চ্যালেঞ্জ তাঁকে আটকানো।