Emi Martinez-Sheikh Hasina: বাংলাদেশ ‘জয়ের’ সুযোগ পেলেন না বিশ্বকাপজয়ী মার্টিনেজ

Rajib Khan | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 03, 2023 | 8:46 PM

Emi Martinez at Dhaka: এটা যেমন বাংলাদেশের আক্ষেপ, তেমনই এমিরও। তবে এপার বাংলার সেই আক্ষেপ মিটতে পারে ওপার বাংলায়। কলকাতায় প্রায় তিন দিনের সফর এমির।

Emi Martinez-Sheikh Hasina: বাংলাদেশ জয়ের সুযোগ পেলেন না বিশ্বকাপজয়ী মার্টিনেজ
Image Credit source: FACEBOOK

Follow Us

ঢাকা: বাংলাদেশ জয়ের সুযোগ পেলেন না এমি মার্টিনেজ! শুনতে অন্যরকম লাগলেও, এমনটাই যেন হল। বিকেলেই ঢাকা ছেড়েছেন এমি। পৌঁছে গিয়েছেন ওপার বাংলায়। তবে বাংলাদেশে তাঁকে নিয়ে যে উন্মাদনা হওয়ার কথা ছিল, সংক্ষিপ্ত সফরে সেটা কার্যত হয়ে উঠল না। এর আগে নিজ আগ্রহ থেকে বাংলাদেশে আসেন মার্টিনেজ। তবে বাংলাদেশের সাধারণ ভক্ত-সমর্থকদের দেখা পাননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ আর হোটেলবন্দী থেকেই শেষ হয় এই আর্জেন্টাইন ফুটবলারের ঢাকা সফর। আজ, সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ ঢাকা ছেড়ে কলকাতার উদ্দেশে উড়ে যান তিনি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ঢাকা সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্টিনেজ। আর্জেন্টাইন এই ফুটবলারের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশে এসে দারুণ উচ্ছ্বসিত বলে জানান বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ। এমি মার্টিনেজের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী আর্জেন্টাইন এই গোলরক্ষকের দারুণ প্রশংসা করেন। তিনি বলেন, ‘আপনি সেই ব্যক্তি যিনি আর্জেন্টিনার জন্য গৌরব নিয়ে এসেছেন। আগামীতেও আপনার সাফল্য কামনা করি।’ বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার ফুটবল সম্পর্ক কী ভাবে বাড়ানো যায়, তা নিয়েও এমির সঙ্গে বিস্তারিত আলোচনা করেন শেখ হাসিনা।

সোমবারই ভোর ৫টা নাগাদ ঢাকায় পা রাখেন মার্টিনেজ। কয়েক হাজার মাইল পথ পাড়ি দিতে হয়েছে তাঁকে। নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে প্রায় দশ ঘণ্টা বিমানযাত্রা করে ভোরে ঢাকা নামেন তিনি। দীর্ঘ বিমানযাত্রার কারণে ক্লান্তও দেখা যায় তাঁকে। ঈদ আজহা শেষ করে অনেকেই ঢাকায় এখনও ফেরেননি। ফলে রাজধানী অনেকটাই ফাঁকা রয়েছে। আর্জেন্টিনাকে নিয়ে বিশ্বকাপের সময় বাংলাদেশে যে উন্মাদনা ছিল, তা দেখতে পেলেন না মার্টিনেজ। এটা যেমন বাংলাদেশের আক্ষেপ, তেমনই এমিরও। তবে এপার বাংলার সেই আক্ষেপ মিটতে পারে ওপার বাংলায়। কলকাতায় প্রায় তিন দিনের সফর এমির। নানা অনুষ্ঠানে থাকার কথা আর্জেন্টিনার বিশ্বজয়ী এই কিপারের।

Next Article