মিলান: বয়স যেন শুধুই একটা সংখ্যা। ঊনচল্লিশেও অপ্রতিরোধ্য ইব্রাহিমোভিচ। চোট কাটিয়ে মাঠে ফিরেছেন। তবু দেখে বোঝার উপায় নেই। গোলের খিদে এখনও কমেনি। অ্যাওয়ে ম্যাচে ইব্রা ম্যাজিকে ভর করে ক্যাগিলারিকে ২-০ গোলে হারাল এসি মিলান।
Another 3 important points ?
Altri 3 punti importanti ?#CagliariMilan #SempreMilan@emirates pic.twitter.com/t3L5k36ttD— AC Milan (@acmilan) January 18, 2021
খেলার প্রথমার্ধের ৭ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন ইব্রা। ৫২ মিনিটে ক্যাগিলারির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সুইডিশ তারকা ফুটবলার। ৭৪ মিনিটে লাল কার্ড দেখেন এসি মিলানের অ্যালেক্সিস। দশ জনের জুভেন্তাসের ম্যাচ জিততে অবশ্য কোনও সমস্যা হয়নি।
আরও পড়ুন:ধোনিকে পেছনে ফেলে নয়া মাইলস্টোন পন্থের
১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মিলান। গতবারের চ্যাম্পিয়ন জুভেন্তাস লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট জুভেন্তাসের ঝুলিতে।